প্রধানমন্ত্রীর স্মার্ট বাংলাদেশের স্বপ্নপূরণে শিক্ষকদের ভূমিকায় গুরুত্ব ব্যারিস্টার ঐশী’র
প্রকাশিতঃ 8:43 pm | June 04, 2023

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:
বঙ্গবন্ধুকন্যা, প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশের স্বপ্নপূরণে শিক্ষকদের ভূমিকায় গুরুত্বারোপ করেছেন খুলনার তেরখাদা উপজেলার চিত্রা মহিলা ডিগ্রী কলেজের গভর্নিং বডির সভাপতি ব্যারিস্টার শেহরিন সালাম ঐশী। তিনি মনে করেন, স্মার্ট বাংলাদেশ গড়তে শিক্ষকরা নিয়ামকের ভূমিকা পালন করতে পারেন। শিক্ষকদের ঐকান্তিক প্রচেষ্টায় একজন শিক্ষার্থী স্মার্ট বাংলাদেশ গড়ে তুলতে কার্যকর অবদান রাখতে সক্ষম।
শনিবার (৩ জুন) দুপুরে কলেজটির গভর্নিং বডির সদস্যদের সঙ্গে এক বৈঠকে তিনি ডিজিটাল থেকে স্মার্ট বাংলাদেশ গড়ার স্বপ্ন বাস্তবায়নে শিক্ষকদের ভূমিকাকে মোটা দাগে ফোকাস করেন। শিক্ষার্থীদের মেধাকে বিকশিত করে স্মার্ট হিসেবে গড়ে তোলার দায়িত্ব শিক্ষকদের এই বিষয়টিও স্মরণ করিয়ে দেন। যাতে করে শিক্ষার্থীরা দেশ ও জাতির কল্যাণে আত্মনিয়োগ করতে পারে।
খুলনা-৪ আসনের আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য ও খুলনা জেলা আওয়ামী লীগের অন্যতম সদস্য আব্দুস সালাম মূর্শেদীর কন্যা ব্যারিস্টার শেহরিন সালাম ঐশী প্রায় চার মাস আগে জেলার তেরখাদা উপজেলার চিত্রা মহিলা ডিগ্রী কলেজের গভর্নিং বডির সভাপতি নির্বাচিত হন। কলেজটির পরিচালনা পর্ষদে যোগ্য ও অভিজ্ঞ এই নারী নেতৃত্বকে পেয়ে আনন্দে উচ্ছ্বসিত কলেজটির গভর্নিং বডির সদস্য থেকে শুরু করে শিক্ষক ও সাধারণ ছাত্রীরা। ঐশী দেশের স্বনামধন্য এনভয় গ্রুপ ও দেশের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন বিজিএমই’রও পরিচালক।
স্থানীয় তেরখাদা উপজেলায় নারী শিক্ষার প্রসারে আলো ছড়িয়ে যাচ্ছে চিত্রা মহিলা ডিগ্রী কলেজ। দীর্ঘ অর্জিত সুনাম ধরে রাখার পাশাপাশি কলেজটির শিক্ষার সার্বিক মানোন্নয়নে শিক্ষকদের অগ্রণী ভূমিকা রাখার আহ্বান জানান গভর্নিং বডির সভাপতি ব্যারিস্টার শেহরিন সালাম ঐশী। তিনি সংশ্লিষ্ট কমিটির সঙ্গে বৈঠকে কলেজের অবকাঠামো উন্নয়ন ও শিক্ষার সার্বিক বিষয়েও খোঁজখবর নেন।
এ সময় ব্যারিস্টার শেহরিন সালাম ঐশী বলেন, ‘কলেজ শিক্ষার মানোন্নয়নে শিক্ষকদের ভূমিকা সবচেয়ে জরুরি। কলেজ থেকে উচ্চশিক্ষা নিয়ে শিক্ষার্থীরা যেন সমাজের সার্বিক পরিবর্তন ও উন্নয়নে ভূমিকা রাখতে পারে এবং দক্ষতা অর্জন করে বাস্তব জীবনে সেটি কাজে লাগাতে পারে, তার ওপর জোর দিতে হবে।’
কালের আলো/ওয়াইএ/এমকে