জিলকদ মাসের চাঁদ দেখা কমিটির সভা শনিবার

প্রকাশিতঃ 11:59 am | May 19, 2023

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:

জিলকদ মাসের চাঁদ দেখা কমিটির সভা শনিবার
১৪৪৪ হিজরি সনের পবিত্র জিলকদ মাসের চাঁদ দেখা বিষয়ে সভায় বসতে যাচ্ছে জাতীয় চাঁদ দেখা কমিটি। আগামীকাল শনিবার বাদ মাগরিব ইসলামিক ফাউন্ডেশনের বায়তুল মুকাররম সভাকক্ষে এই সভা অনুষ্ঠিত হবে।

শুক্রবার (১৯ মে) সকালে সংবাদমাধ্যমে ইসলামিক ফাউন্ডেশনের সহকারী জনসংযোগ কর্মকর্তা শায়লা শারমীনের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, পবিত্র জিলকদ মাসের চাঁদ দেখা বিষয়ে সংবাদ পর্যালোচনা এবং এ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের জন্য শনিবার (২০ মে) সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে (বাদ মাগরিব) জাতীয় চাঁদ দেখা কমিটির এক সভা অনুষ্ঠিত হবে। সভাটি ইসলামিক ফাউন্ডেশনের বায়তুল মুকাররম সভাকক্ষে আয়োজন করা হয়েছে। এতে সভাপতিত্ব করবেন ধর্ম বিষয়ক প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান।

বাংলাদেশের আকাশে কোথাও পবিত্র জিলকদ মাসের চাঁদ দেখা গেলে তা নিম্নোক্ত টেলিফোন ও ফ্যাক্স নম্বরে অথবা সংশ্লিষ্ট জেলার জেলা প্রশাসক অথবা উপজেলা নির্বাহী অফিসারকে জানানোর জন্য অনুরোধ করেছে ইসলামিক ফাউন্ডেশন।

কালের আলো/এমএএইচইউ

Print Friendly, PDF & Email