ইলন মাস্কের বিরুদ্ধে টুইটারের সাবেক সিইওর মামলা

প্রকাশিতঃ 9:26 pm | April 11, 2023

আন্তর্জাতিক ডেস্ক, কালের আলো:

পাওনা টাকা না দেওয়ায় টুইটারের বিরুদ্ধে মামলা করেছেন প্রতিষ্ঠানটির সাবেক সিইও পরাগ আগরওয়ালসহ চাকরি হারানো তিন শীর্ষ কর্মকর্তা।

গত বছর ৪ হাজার ৪০০ কোটি ডলারের বিনিময়ে টুইটার কিনে নেন বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্ক। মালিকানা গ্রহণের পর পরই টুইটারের শীর্ষ নির্বাহী পরাগ আগারওয়ালকে চাকরিচ্যুত করে নিজেই প্রতিষ্ঠানের শীর্ষ নির্বাহীর পদে আসীন হন মাস্ক।

টুইটারের মালিকানা গ্রহণের পরপর শীর্ষ কর্মকর্তাদের বরখাস্ত করা ছাড়াও বিভিন্ন নতুন নিয়ম করতে থাকেন ইলন মাস্ক। এর মধ্যে রয়েছে গ্রাহকদের জন্য মাসে ৮ ডলারের বিনিময়ে টুইটারের ‘ব্লু টিক’ সেবা চালু করা, কর্মীদের অধিক সময় (১২ ঘণ্টা) কাজ করতে বলা, যারা বাড়িতে বসে কাজ করছিলেন, তাদের অফিসে এসে কাজ করার নির্দেশ ইত্যাদি।

মামলার এজাহারে পরাগ, বিজয়া ও নেড দাবি করেছেন, টুইটার থেকে চাকরি হারানোর পর তাদের তদন্ত এবং মামলা পরিচালনা বাবদ খরচ করতে হয়েছে। আইনত এ খরচ টুইটার কর্তৃপক্ষ বহন করতে বাধ্য। কিন্তু এই খরচ দেওয়া হচ্ছে না। তাই পাওনা বাবদ ১০ লাখের বেশি ডলার আদায়ে মামলা করেছেন তারা।

মামলার নথি দেখে বার্তা সংস্থা এএফপি জানান, এতে যুক্তরাষ্ট্রের সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি) ও বিচার বিভাগের (ডিওজে) তদন্ত সম্পর্কিত খরচের কথা উল্লেখ রয়েছে। তবে কী ধরনের তদন্ত চলছিল এবং সেগুলো এখনো চলছে কি না তা বলা হয়নি।

২০২২ সালে টুইটারের তৎকালীন সিইও পরাগ আগরওয়াল এবং সিএফও নেড সেগাল এসইসি’কে সাক্ষ্য দিয়েছিলেন এবং ফেডারেল কর্তৃপক্ষের সঙ্গে কাজ করে গেছেন। ইলন মাস্ক টুইটারের শেয়ার কেনার সময় যথাযথ নিয়ম অনুসরণ করেছিলেন কি না সে বিষয়ে তদন্ত করছে এসইসি।

সর্বশেষ উল্লেখযোগ্য সংখ্যায় কর্মী ছাঁটাই করেও আলোচনায় আসেন ইলন মাস্ক। রাজস্ব আয় কমে যাওয়ায় কারণ দেখিয়ে গত নভেম্বরে টুইটার একসঙ্গে ৩ হাজার ৭০০ কর্মী ছাঁটাই করে। এরপরেও কয়েক দফায় কর্মী ছাঁটাই করে প্রতিষ্ঠানটি।

কালের আলো/এআইএ