মোহাম্মদপুরে সুবৃহৎ পরিসরে ইনফিনিটি মেগা মল’র যাত্রা

প্রকাশিতঃ 10:52 pm | March 26, 2023

কালের আলো ডেস্ক:

রাজধানীর শ্যামলী রিং-রোড, আদাবর, মোহাম্মদপুর। এখানেই আসন্ন ঈদুল ফিতরকে সামনে রেখে সুবৃহৎ পরিসরে যাত্রা শুরু করলো ইনফিনিটি মেগা মল। শুক্রবার (২৪ মার্চ) সকালে মোহাম্মদপুরের শ্যামলী রিং-রোডে আদাবর থানা সংলগ্ন টাইম স্কয়ার শপিং কমপ্লেক্সে বিশাল পরিসরে তিনটি ফ্লোর বিশিষ্ট ইনফিনিটি মেগা মলের উদ্বোধন করা হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রখ্যাত ফ্যাশন মডেল ও মিডিয়া ব্যক্তিত্ব আদিল হোসেন নোবেল। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইনফিনিটি গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ জুনায়েদ, ব্যবস্থাপনা পরিচালক নাজমুল হক খান, ভাইস চেয়ারম্যান ও প্রধান ফ্যাশন ডিজাইনার নাইমুল হক খান, কোম্পানীর সম্মানিত উপদেষ্টা শফিউল আলম চৌধুরী (সাবেক ব্যবস্থাপনা পরিচালক, পূবালী ব্যাংক লিঃ), টাইম স্কয়ার শপিং কমপ্লেক্স এর ব্যবস্থাপনা পরিচালক সাজ্জাদ হোসেন, কোম্পানীর নির্বাহী পরিচালক জি এম রাশেদুল হক মুকুলসহ প্রতিষ্ঠানের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা।

কোম্পানীর নির্বাহী পরিচালক জি এম রাশেদুল হক মুকুল জানান, সম্পূর্ণ নতুন ও বৃহৎ পরিসরের এই শপে থাকছে নতুন নতুন ঈদ কালেকশন। যা আপনার ঈদ শপিংকে করবে পরিপূর্ণ ও আনন্দদায়ক।

কালের আলো/জিকে/এমএইচ