সুদানে সেনাপ্রধানের কর্মব্যস্ত সময়, বঙ্গবন্ধু কর্নার উদ্বোধন
প্রকাশিতঃ 12:04 am | March 16, 2023

কালের আলো ডেস্ক:
সুদানে কর্মব্যস্ত সময় অতিবাহিত করছেন বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ড.এস এম শফিউদ্দিন আহমেদ। বুধবার (১৫ মার্চ) সুদান পরিদর্শনের দ্বিতীয় দিনে তিনি ইউনাইটেড নেশনস ইন্টিগ্রেটেড নজিশন এসিস্টেন্স মিশন ইন সুদানের স্পেশাল রিপ্রেজেন্টেটিভ অফ দ্যা সেক্রেটারি জেনারেল ড. ভলকার পারথেজ ও সুদান সশস্ত্র বাহিনীর চিফ অফ স্টাফ জেনারেল মোহাম্মদ ওথমান আল হোসেইন’র সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।
আন্ত:বাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানায়, এ সময় সুদান সশস্ত্র বাহিনীর পক্ষ থেকে জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ’কে গার্ড অব অনার প্রদান করা হয়। স্পেশাল রিপ্রেজেন্টেটিভ অফ দ্যা সেক্রেটারি জেনারেল ও সুদান সশস্ত্র বাহিনীর চীফ অফ স্টাফ এর সঙ্গে সাক্ষাৎকালে পারস্পরিক কুশলাদি বিনিময় ছাড়াও জাতিসংঘ শান্তিরক্ষা মিশন সংক্রান্ত এবং দুই দেশের সেনাবাহিনীর মধ্যকার বিভিন্ন সহায়তা সংক্রান্ত বিষয়াদি নিয়ে আলোচনা করেন।
আইএসপিআর আরও জানায়, পরে সুদান সফররত সেনাপ্রধান খারতুমে অবস্থিত বাংলাদেশি দুতাবাসে বঙ্গবন্ধু কর্নার’র উদ্বোধন করেন এবং তা ঘুরে দেখেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশী ডেপুটি ফোর্স কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল বাকির, সুদান সশস্ত্র বাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তা, খারতুমে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের চার্জ দ্যা অ্যাফেয়ার্স তারেক আহমেদ ও অন্যান্য কর্মকর্তারা।

কালের আলো/এমকে/এএইচ