‘ড. কামালরা বিভিন্ন সময় দেশবিরোধী ষড়যন্ত্র করেছেন’

প্রকাশিতঃ 1:18 pm | December 15, 2018

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক বলেছেন, ড. কামাল হোসেনরা বিভিন্ন সময় দেশবিরোধী ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। দেশের সংকটময় মুহূর্তে কখনই তাদেরকে পাওয়া যায়নি।

ড. কামাল হোসেনরা পরগাছা। নির্বাচনে ভরাডুবির আশঙ্কায় নির্বাচনকে বানচালের ষড়যন্ত্র করছেন।

শনিবার দুপুরে আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

এক প্রশ্নের জবাবে নানক বলেন, প্রধানমন্ত্রীর সঙ্গে তো তাদের আলাপ-আলোচনা হয়েছে। আবার রাষ্ট্রপতির কাছে তারা কী জন্য চিঠি দিয়েছেন এটা তারাই ভালো বলতে পারবেন।

নির্বাচনকে সামনে রেখে বিএনপি নানাভাবে অপপ্রচার চালাচ্ছে। তারা নানাভাবে মিথ্যাচার করে রাজনৈতিক পরিস্থিতি আরও উত্তপ্ত করতে চায়।

নানক বলেন, বিএনপি মহাসচিব বগুড়ায় নিজ দলের নেতাকর্মীদের রোষানলে পড়েছিলেন এটা আমরা দেখেছি। লন্ডনে বসে তারেক রহমান আইএসআইয়ের সঙ্গে গোপন বৈঠক করছে।

তারা বাংলাদেশকে আবারও বোমা এবং আগুন সন্ত্রাসের দিকে নিয়ে যেতে চায়। তাদের এই ষড়যন্ত্র আর সফল হবে না। নির্বাচন প্রশ্নবিদ্ধ করার জন্য বিএনপি আরও সহিংস হয়ে উঠতে পারে বলে আশঙ্কা করেন নানক।

এদিকে দলের বিদ্রোহী প্রার্থীদের বিষয়ে এক প্রশ্নের জবাবে নানক বলেন, তাদেরকে ইতোমধ্যে নোটিশ করা হয়েছে নির্বাচন থেকে সরে দাঁড়িয়ে নৌকার পক্ষে মাঠে কাজ করার জন্য। আগামী ১৭ ডিসেম্বরের মধ্যে নির্বাচন থেকে সরে না দাঁড়ালে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন- যুগ্ম সম্পাদক আবদুর রহমান, সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, আখতারুজ্জামান, আহমদ হোসেন, বি এম মোজাম্মেল, তথ্য ও গবেষণা সম্পাদক আফজাল হোসেন, মোর্শেদ কামাল প্রমুখ।

কালের আলো/এএ/এমএইচএ