সাকিব-এবাদতের আগুনে বোলিংয়ে জয়ের স্বপ্ন দেখছে বাংলাদেশ
প্রকাশিতঃ 5:15 pm | March 06, 2023

স্পোর্টস ডেস্ক, কালের আলো:
বাংলাদেশের ২৪৬ রান তাড়া করতে নেমে শুরুতেই বিধ্বংসী ইনিংস উপহার দেন ইংলিশ ওপেনার ফিল সল্ট। তার কাছে মোস্তাফিজুর রহমান ও তাইজুল ইসলাম তুলোধুনো হওয়ায় ইংল্যান্ড দলের রান পঞ্চাশও ছাড়িয়ে গিয়েছিল। তবে টানা তিন ওভারে ৩ উইকেট তুলে নিয়ে ম্যাচে ফিরেছে বাংলাদেশ। এই ওপেনারকে বিদায় করে বাংলাদেশকে প্রথম ব্রেক থ্রু এনে দেন সাকিব। এরপর ডেভিড মালানের উইকেট তুলে নেন পেসার এবাদত হোসেন। পরের ওভারে সাকিব তুলে নেন আরেক ওপেনার জেসন রয়ের উইকেট। এতে হোয়াইটওয়াশ এড়িয়ে ম্যাচ জয়ের স্বপ্ন দেখছে বাংলাদেশ।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত ইংল্যান্ড ১৩ ওভারে ৩ উইকেট হারিয়ে ৫৯ রান তুলেছে। দুই অপরাজিত ব্যাটসম্যান জেমস ভিন্স ২ ও স্যাম কারান ২ রানে ব্যাট করছেন।
কালের আলো/এমএইচ/এসবি