বলিউড কুইন সারা’র ঠোঁটে লাল আভা
প্রকাশিতঃ 4:40 pm | March 04, 2023

শোবিজ ডেস্ক, কালের আলো:
পাফ হাতা লাল রঙের নীটেড ড্রেস। ঠোঁটে লাল আভা, চুলে হাইলাইট। রীতিমতো উইকেন্ড ভাইবস নিয়ে নেটপাড়ায়া হাজির হলেন বলিউড কুইন সারা। ইনস্টাগ্রামে সিজলিং ছবি পোস্ট করে ক্যাপশনে তিনি লিখেছেন, ‘ওরা বলে হিলস আর মাথা থাকুক উঁচু, আমিও সেটাই চেষ্টা করি। মিথ্যে বলছি না, স্টিলেটো আমাকে কখনও কাখনও কাঁদিয়েও দেয়।’
পোস্টে রসিকতার ছোঁয়া যেমন আছে তেমনই ফুটে উঠেছে সারার কাব্য করার প্রচেষ্টা। আর তাতেই মজেছে নেটপাড়া। অভিনেত্রীর পোস্ট ঘিরে বানভাসি নেটদুনিয়া। কেউ কমেন্ট বক্স ভরিয়ে দিয়েছেন আগুনের ইমোজিতে, কেউ বা ভালবাসায়। অনেকেই মন্তব্য করেছেন ‘রেড হট্’।
অভিনেত্রীর শেষ ছবি ‘অতরঙ্গী রে’। দক্ষিণী সুপারস্টার ধনুষ ও বলিউডের ‘খিলারি’ কুমারের সঙ্গে এই ছবিতে তাঁর জুটি বেশ নজর কেড়েছিল। এই বছরের অভিনেত্রী ব্যস্ত বেশ কয়েকটি ছবি নিয়ে। ‘গ্যাসলাইট’, ‘অ্যায় ওতন মেরে ওতন’, পাশে আরও নাম ঠিক না হওয়া দুটো ছবি। আগামী বছরে মুক্তি পেতে পারে তাঁর ‘মার্ডার মুবারকা’।
সব মিলিয়ে অভিনেত্রী বেশ ফুরফুরে মেজাজেই পা রাখছেন উইকেন্ডের দিকে।
কালের আলো/এমএইচ/এসবি