শাকিবের ‘মায়া’-তে নেই পূজা

প্রকাশিতঃ 10:54 am | February 27, 2023

শোবিজ ডেস্ক, কালের আলো:

‘গলুই’ সিনেমায় প্রথমবারের মতো শাকিব খানের সঙ্গে জুটি বাঁধেন এ প্রজন্মের নায়িকা পূজা চেরি। সিনেমায় এই জুটির কেমেস্ট্রি দর্শক পছন্দ করেছেন। নায়কের সরকারি অনুদানের সিনেমা ‘মায়া’-তে পূজার কাজ করার কথা থাকলেও, সেটি বাস্তবে রূপ পাচ্ছে না।

রোববার (২৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় নিজের ভেরিফায়েড পেজে দেওয়া এক স্ট্যাটাসে শাকিবের ‘মায়া’-তে কাজ না করার বিষয়টি নিশ্চিত করেছেন পূজা। তিনি লিখেছেন, বেশ কিছু অনলাইনে দেখছি, ‘মায়া’ সিনেমাতে আমার নাম। সবাইকে জানাচ্ছি, ‘মায়া’ সিনেমা নিয়ে আমার সঙ্গে কোন প্রকার চুক্তি হয় নাই। প্রযোজনা প্রতিষ্ঠান থেকে প্রাথমিকভাবে আমার সঙ্গে কথা বলেছিল। কিন্তু আমি ‘মায়া’ সিনেমাটি করছি না।

নায়িকা আরও লেখেন, যদি গল্প পছন্দ হয়, তবে আমি অবশ্যই অভিনয় করব। আমার কাছে সহশিল্পীর চেয়ে গল্প বেশি গুরুত্বপূর্ণ। আশা করি, বিষয়টি এখানেই শেষ হবে।

২০২১-২২ অর্থবছরে সরকারি অনুদান পেয়েছে ‘মায়া’। সে সময় পূজা গণমাধ্যমকে জানিয়েছিলেন, ‘আমরা আবারও জুটি বাঁধছি, এটা চূড়ান্ত। সিনেমার গল্প অসাধারণ। এমন গল্পে এখন পর্যন্ত কাজ করিনি।’ এমনকি পরপর দুটি সিনেমায় শাকিব-পূজার জুটি বাঁধার খবরে ঢালি পাড়ার বাতাসে বেশ কিছু গুঞ্জনও ভেসে বেড়িয়েছে।

কালের আলো/এমএইচ/এসবি