বাংলাদেশ সেনাবাহিনী বাস্কেটবল প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন ৯ পদাতিক ডিভিশন দল
প্রকাশিতঃ 7:23 pm | February 23, 2023

ক্রীড়া প্রতিবেদক, কালের আলো:
চলতি বছরের বাংলাদেশ সেনাবাহিনী বাস্কেটবল প্রতিযোগিতায় ৯ পদাতিক ডিভিশন দল চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে। রানার-আপ হয়েছে ১১ পদাতিক ডিভিশন দল।
বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) সাভার সেনানিবাসে প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে চ্যাম্পিয়ন দলকে ট্রফি ও বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন বাংলাদেশ সেনাবাহিনীর কোয়ার্টার মাস্টার জেনারেল (কিউএমজি) লেফটেন্যান্ট জেনারেল মো. সাইফুল আলম।
এ সময় ৯ পদাতিক ডিভিশনের জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি) ও সাভারের এরিয়া কমান্ডার মেজর জেনারেল মোহাম্মদ শাহীনুল হক উপস্থিত ছিলেন। গত বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) থেকে শুরু হওয়া এই প্রতিযোগিতায় বাংলাদেশ সেনাবাহিনীর বিভিন্ন সেনা অঞ্চলের মোট ১৬টি দল অংশগ্রহণ করেন।
আন্ত:বাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানায়, প্রতিযোগিতায় ৯ পদাতিক ডিভিশন দলের ইউপি সার্জেন্ট হুসাইন মোহাম্মদ আরিফ শ্রেষ্ঠ খেলোয়াড় এবং ৬৬ পদাতিক ডিভিশন দলের ইউপি কর্পোরাল সিয়াম শ্রেষ্ঠ নবীন খেলোয়াড় নির্বাচিত হন। সমাপনী অনুষ্ঠানে সেনাবাহিনীর ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা, সাভার সেনানিবাসের সকল অফিসার, জুনিয়র কমিশন্ড অফিসার এবং অন্যান্য পদবীর সৈনিকরা উপস্থিত ছিলেন।

সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ সেনাবাহিনীর কোয়ার্টার মাস্টার জেনারেল (কিউএমজি) লেফটেন্যান্ট জেনারেল মো. সাইফুল আলম বলেন, ‘এই প্রতিযোগিতার মাধ্যমে সেনাবাহিনীর সদস্যদের মধ্যে শারীরিক সক্ষমতা, খেলাধুলার মানোন্নয়ন ও খেলোয়াড় সুলভ মনোভাবের বিকাশ ও পারস্পরিক সৌহার্দ্য আরো মজবুত হবে।’
কালের আলো/এমএইচ/এমকে