মেট্রোরেলের ‘উত্তরা সেন্টার’ স্টেশন চালু

প্রকাশিতঃ 12:25 pm | February 18, 2023

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:

পূর্ব নির্ধারিত ঘোষণা অনুযায়ী ধারাবাহিকভাবে খুলতে থাকা মেট্রোরেলের স্টেশনের তালিকায় শনিবার (১৮ ফেব্রুয়ারি) যুক্ত হলো উত্তরা সেন্টার স্টেশন। সকাল সাড়ে ৮টায় দিয়াবাড়ি থেকে ছেড়ে আসা ট্রেনটি উত্তরা সেন্টার অর্থাৎ দুই নম্বর স্টেশনে বিরতি নেয়। এখান থেকে যাত্রীরা মেট্রোরেলে ওঠানামা করতে পারবে। উত্তরা সেন্টার স্টেশন নিয়ে মোট চার স্টেশনে মেট্রোরেলের যাত্রী পরিবহন করা হচ্ছে।

ঢাকা ম্যাস র‌্যাপিড ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক এমএএন সিদ্দিক বলেন, সকাল ৮টায় উত্তরা সেন্টার যাত্রী চলাচলের জন্য খুলে দেওয়া হয়। আগামী ১ মার্চ ‘মিরপুর-১০’ স্টেশনও চালু হবে।

‘মিরপুর-১০’ স্টেশন চালু হয়ে গেলে মেট্রোরেলের পাঁচটি স্টেশনের কার্য্ক্রম শুরু হবে। তখন মেট্রোরেলের এই অংশে বাকি থাকবে শুধু ‘উত্তরা দক্ষিণ’, ‘মিরপুর-১১’, ‘কাজীপাড়া’ ও শেওড়াপাড়া’ স্টেশন।

ডিএমটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক জানান, উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত মেট্রেরেলের এই অংশে থাকা ৯টি স্টেশনের সবগুলোই আগামী মার্চের মধ্যে চালু করার পরিকল্পনা রয়েছে তাদের।

এর আগে, উত্তরা (দিয়াবাড়ী), আগারগাঁও স্টেশন দিয়ে যাত্রা শুরু করে মেট্রোরেল। পরে পল্লবী স্টেশন উন্মুক্ত করে দেওয়া হয়। সবশেষ মেট্রোরেলের চতুর্থ স্টেশন হিসেবে খুলেছে উত্তরা উত্তরের স্টেশনটি।

কালের আলো/এসবি/এমএম