একটি ভর্তি পরীক্ষা চান শিক্ষামন্ত্রী

প্রকাশিতঃ 7:37 pm | February 08, 2023

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:

যে সিলেবাসে পরীক্ষা হয়েছে সে সিলেবাসে ভর্তি পরীক্ষা নেওয়ার কথা জানিয়ে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, আমরা চাই একটাই পরীক্ষা হোক। যতদিন না হয় ততদিন চলমান গুচ্ছ পদ্ধতিতে পরীক্ষাটা আরও কীভাবে ভালো করা যায় তার জন্য কাজ করতে হবে।

তিনি বলেন, এবারও গুচ্ছ পদ্ধতিতে বিশ্ববিদ্যালয়গুলোতে ভর্তি পরীক্ষা হবে। বিশ্ববিদ্যালয়গুলোকে অনুরোধ করবো যে সিলেবাসে পরীক্ষা হয়েছে সে সিলেবাসে ভর্তি পরীক্ষা নেওয়া হোক।

বুধবার (৮ ফেব্রুয়ারি) দুপুরে এইচএসসি ও সমমানের পরীক্ষা উপলক্ষে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী সবএ কথা বলেন।

শিক্ষামন্ত্রী দীপু মনি বলেন, একই বিষয়ে বার বার পরীক্ষা হওয়া উচিত না। যেমন ভর্তি পরীক্ষায় বাংলা, গণিত বা ইংরেজি বিষয়ে নির্দিষ্ট নম্বরে পরীক্ষা হওয়া উচিত।

সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী জানান, প্রকাশিত ফলে ঈর্ষণীয় সাফল্য দেখিয়েছে মেয়েরা। পাসের হার ও জিপিএ-৫ প্রাপ্তি দুটোতেই এগিয়ে আছে মেয়েরা।

প্রাপ্ত ফলাফল অনুযায়ী, ২০২২ সালে পাসের হার ৮৫ দশমিক ৯৫ শতাংশ যেখানে আগের বছরে পাসের হার ছিল ৯৫ দশমিক ২৬ শতাংশ। পাশের হার কমেছে প্রায় ১০ শতাংশ। এছাড়াও এ বছর কমেছে জিপিএ-৫ এর সংখ্যাও। গত বছর এ সংখ্যা ছিল ১ লাখ ৮৯ হাজার ১৬৯, যেখানে এ বছর জিপিএ-৫ পেয়েছে ১ লাখ ৭৬ হাজার ২৮২ জন।

এ বছর সারাদেশে অংশগ্রহণকারী মোট পরীক্ষার্থীর সংখ্যা ১১ লাখ ৭৭ হাজার ৩৮৭ জন। এর মধ্যে উত্তীর্ণ হয়েছে ১০ লাখ ১১ হাজার ৯৮৭ জন। পাসের হার ৮৫ দশমিক ৯৫ শতাংশ। গত বছর এই সংখ্যা ছিল ১৩ লাখ ৭১ হাজার ৬৮১ জন, আর উত্তীর্ণ শিক্ষার্থীর সংখ্যা ছিল ১৩ লাখ ৬ হাজার ৭১৮ জন।

সংবাদ সম্মেলনে বিস্তারিত ফলাফল প্রকাশের সময় শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি  বলেন, এবার মোট ১১ লাখ ৭৭ হাজার ৩৮৭ জন এইচএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেন। গড় পাসের হার ৮৫ দশমিক ৯৫ শতাংশ। যার মধ্যে ছাত্রীর পাসের হার ৮৭.৪৮ শতাংশ। আর ছাত্রের পাসের হার ৮৪.৫৩ শতাংশ।

দীপু মনি আরও বলেন, এবার মোট জিপিএ-৫ ধারী শিক্ষার্থীর সংখ্যা মোট ১ লাখ ৭৬ হাজার ২৮২ জন। এর মধ্যে ছাত্রীর সংখ্যা ৯৫ হাজার ৭২১ জন, আর ছাত্রের সংখ্যা ৮০ হাজার ৫৬১ জন।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের সিনিয়র সচিব মো. কামাল হোসেন, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব সোলেমান খান, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক নেহাল আহমেদসহ বিভিন্ন বোর্ডের চেয়ারম্যানরা।

কালের আলো/বিএএ/এমএইচএ

Print Friendly, PDF & Email