প্রস্তুত করেছেন ডিজি, ফায়ার সার্ভিসের ১২ সদস্যের উদ্ধারকারী দল যাচ্ছে তুরস্কে
প্রকাশিতঃ 7:06 pm | February 07, 2023

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:
ভয়াবহ ভূমিকম্পে মৃত্যুপুরী তুরস্ক। লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা। তুরস্ককে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে অনেক দেশ। পিছিয়ে নেই বাংলাদেশও। ইতোমধ্যেই তুরস্কে অনুসন্ধান ও উদ্ধারকাজ পরিচালনার জন্য উদ্ধারকারী দল পাঠানোর সিদ্ধান্ত নিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর নির্দেশনায় বাংলাদেশ সশস্ত্র বাহিনী বিভাগ (এএফডি) একটি সম্মিলিত সাহায্যকারী দল সেখানে পাঠাচ্ছে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের ১২ সদস্যের এই উদ্ধারকারী দলও এখানে যুক্ত হচ্ছে। নির্দেশনার পরপরই ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) ব্রিগেডিয়ার জেনারেল মো. মাইন উদ্দিন ১২ সদস্যের উদ্ধারকারী দল প্রস্তুত করেছেন। উদ্ধার কাজ পরিচালনার জন্য ফায়ার সার্ভিস সদস্যরা প্রথমবারের মতো বিদেশ যাচ্ছেন। এটি ফায়ার সার্ভিসের সক্ষমতার একটি দৃষ্টান্তও বলে মনে করা হচ্ছে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মিডিয়া উইং সূত্র জানায়, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স থেকে উদ্ধারকারী দলের ১২ সদস্য ইন্টারন্যাশনাল সার্চ অ্যান্ড রেসকিউ অ্যাডভাইজারি গ্রুপের স্ট্যান্ডার্ড অনুযায়ী বিধ্বস্ত ভবনে অনুসন্ধান ও উদ্ধারকাজ পরিচালনা বিষয়ে আন্তর্জাতিকমানের প্রশিক্ষণপ্রাপ্ত।
জানতে চাইলে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) ব্রিগেডিয়ার জেনারেল মো. মাইন উদ্দিন বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রীর সানুগ্রহ নির্দেশনায় সম্মিলিত উদ্ধারকারী দলের সঙ্গে ফায়ার সার্ভিসকে অন্তর্ভুক্ত করায় আমরা সম্মানিত বোধ করছি। আন্তর্জাতিক অঙ্গনে উদ্ধারকাজ পরিচালনার জন্য এটি ফায়ার সার্ভিসের প্রথম বিদেশ গমন।’
তিনি বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রীর দূরদর্শী নেতৃত্বে ফায়ার সার্ভিসের সক্ষমতা বৃদ্ধি পেয়েছে। তুরস্কে ১২ সদস্যের দলের গমন প্রস্তুতি এরই একটি উজ্জ্বল উদাহরণ। একই সঙ্গে এটি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের জন্য একটি অভাবনীয় স্বীকৃতি। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের প্রতিটি সদস্য এজন্য গর্বিত। আমি বিশ্বাস করি, ফায়ার সার্ভিসের সকল সদস্য নিজের সর্বোচ্চ সামর্থ্য দিয়ে মাননীয় প্রধানমন্ত্রীর আস্থার প্রতিদান দেবেন।’
কালের আলো/আরএসবি/এমএম