কারা অধিদপ্তরের ঊর্ধ্বতন ৫ কর্মকর্তাকে বদলি
প্রকাশিতঃ 3:33 pm | January 03, 2023

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:
কারা অধিদপ্তরের ৫ জন উপ-মহাপরিদর্শককে (ডিআইজি-প্রিজন্স) বদলি করা হয়েছে।
সোমবার (০৩ জানুয়ারি) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের উপসচিব তাহনিয়া রহমান চৌধুরী সই করা এক প্রজ্ঞাপনে এ বদলির আদেশ দেওয়া হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়, বরিশাল বিভাগের ডিআইজি টিপু সুলতানকে ময়মনসিংহে, রাজশাহী বিভাগের ডিআইজি অসীম কান্ত পালকে খুলনায়, খুলনার ডিআইজি মো. ছগির মিয়াকে সিলেটে বদলি করা হয়েছে। ময়মনসিংহের ডিআইজি মো. জাহাঙ্গীর কবিরকে বরিশালে এবং সিলেটের ডিআইজি মো. কামাল হোসেনকে রাজশাহী বিভাগে পাঠানো হয়েছে।
প্রজ্ঞাপনে আরও বলা হয়, কারা অধিদপ্তরের প্রস্তাবের প্রেক্ষিতে এই পাঁচ কর্মকর্তাকে বদলি করা হয়েছে। প্রজ্ঞাপনটি অবিলম্বে কার্যকরের নির্দেশ দেয়া হয়েছে।
কালের আলো/এসবি/এমএম