পরিচ্ছন্ন হল ময়মনসিংহ চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত
প্রকাশিতঃ 2:23 pm | December 07, 2018

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:
ময়মনসিংহ চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান চালিয়েছে বিডি ক্লিন ময়মনসিংহ। এসময় বিজ্ঞ ম্যাজিস্ট্রেট, আদালতের কর্মকর্তা, কর্মচারী, পুলিশ, আইনজীবী ও স্বেচ্ছাসেবীরা পরিচ্ছন্নতার কাজে অংশ গ্রহন করে।
বৃহস্পতিবার (৬ ডিসেম্বর) চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গনে পরিস্কার পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালিত হয়।
ময়মনসিংহ সিটি করপোরেশনের সহযোগীতায় পরিচ্ছন্নতা কার্যক্রমে উদ্ভোধনী বক্তব্য রাখেন বিজ্ঞ চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো: রেজাউল করিম, বক্তব্য রাখেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের স্যানিটারি ইন্সপেক্টর দীপক মজুমদার, অ্যাড. নজরুল ইসলাম চুন্নু, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সুব্রত ঘোষ।
এসময় বিজ্ঞ চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো: রেজাউল করিম আদালতকে পরিচ্ছন্ন ও দুর্নীতিমুক্ত হিসেবে গড়ে তুলতে কাজ করবেন এবং এ বিষয়ে সকলের সহযোগিতা কামনা করেন।
কার্যক্রমে পরিচ্ছন্নতা বিষয়ক শপথ পাঠের পর পরিচ্ছন্নতা অভিযানে সবাই ঝাড়ু হাতে স্বেচ্ছাসেবকদের সাথে কাজ করে আদালত প্রাঙ্গনকে পরিচ্ছন্ন করে তুলেন।
কালের আলো/আরএম/এমএইচএ