জামালপুর-৪ (সরিষাবাড়ী) আসনে প্রার্থিতা ফিরে পেলেন ফরিদুল কবির তালুকদার
প্রকাশিতঃ 9:20 am | December 07, 2018

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:
জামালপুর-৪ (সরিষাবাড়ী) আসনে বিএনপি প্রার্থী মো. ফরিদুল কবির তালুকদারের (শামীম) বাতিল হয়ে যাওয়া মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। বৃহস্পতিবার সকালে নির্বাচন কমিশন আপিল শুনানি শেষে তার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন।
মো. ফরিদুল কবির তালুকদার (শামীম) মোবাইল ফোনে তার প্রার্থীতা ফিরে পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
গত ২ ডিসেম্বর মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের সময় উপজেলা চেয়াম্যান পদ থেকে মো. ফরিদুল কবির তালুকদারের (শামীম) পদত্যাগের বিষয়টি দালিলিকভাবে নিশ্চিত হতে না পারায় তার মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেন জেলা রির্টানিং কর্মকর্তা মো. আহমেদ কবীর। পরে গত ৩ ডিসেম্বর প্রার্থীতা ফিরে পেতে নির্বাচন কমিশনে আবেদন করেন ফরিদুল কবির তালুকদার।
উল্লেখ্য, জেলা বিএনপির সভাপতি মো. ফরিদুল কবির তালুকদার (শামীম) এর মনোনয়নপত্র বাতিল হওয়ায় জামালপুর-৪ (সরিষাবাড়ি) আসনে প্রার্থী শূণ্য হয়ে পড়ে ছিল।
এদিকে নির্বাচন কমিশনারের আপিলে শামীম তালুকদারের মনোনয়ন ফিরে পাওয়ায় এই আসনে বিএনপির নেতাকর্মীরা উজ্জিবিত হয়ে উঠেছে।
তারা বলছেন, প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ একটি নির্বাচনের মধ্য দিয়ে তাদের প্রার্থী বিজয়ী হওয়ার আশা করছেন।
এ বিষয়ে সরিষাবাড়ি আওয়ামী লীগের সভাপতি ছানোয়ার হোসেন বাদশাহ বলেন,‘বিএনপির প্রার্থীতা ফিরে পাওয়ায় এ আসনে প্রতিদ্বন্দ্বিতামূলক একটি নির্বাচন হবে এবং এই নির্বাচনের মধ্য দিয়েই অতীতের মতো এবারও নৌকা প্রতীকের প্রার্থী বিজয় হবে বলে তিনি দৃঢ় বিশ্বাস করেন।
কালের আলো/এএম/এমএইচএ