প্রধানমন্ত্রীকে এনডিসি কমান্ড্যান্টের শুভেচ্ছা স্মারক উপহার

প্রকাশিতঃ 9:56 pm | December 05, 2022

বিশেষ সংবাদদাতা, কালের আলো:

ন্যাশনাল ডিফেন্স কলেজের (এনডিসি) বহুমাত্রিক কর্মযজ্ঞের ভূয়সী প্রশংসা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার (০৫ ডিসেম্বর) মিরপুর সেনানিবাসস্থ শেখ হাসিনা কমপ্লেক্সে ন্যাশনাল ডিফেন্স কোর্স-২০২২ ও আর্মড ফোর্সেস ওয়ার কোর্স-২০২২ এর কোর্স সমাপনী অনুষ্ঠানে প্রতিরক্ষামন্ত্রী ও সরকারপ্রধান জাতির নিরাপত্তার নিশ্চিতকল্পে এনডিসির পাঠ্যক্রমে রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়াদি অন্তর্ভুক্ত থাকায় নিজের সন্তোষও প্রকাশ করেন।

আরও পড়ুন: সশস্ত্র বাহিনীর প্রশংসায় প্রধানমন্ত্রী, অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার আহ্বান

ন্যাশনাল ডিফেন্স কলেজের (এনডিসি) কমান্ড্যান্ট লেফটেন্যান্ট জেনারেল মো. আকবর হোসেন অনুষ্ঠানে নিজের স্বাগত বক্তব্যে জাতির নিরাপত্তার স্বার্থে এনডিসির জন্ম থেকে এখন অবধি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সদয় পৃষ্ঠপোষকতা, দিকনির্দেশনা ও বিশেষ মনোযোগের জন্য তার প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং আন্তরিক ধন্যবাদ জানান। পরে তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শুভেচ্ছা স্মারক প্রদান করেন।

কালের আলো/ডিএস/এমএম

Print Friendly, PDF & Email