বিশেষ পরিস্থিতিতে বিদ্যুৎ ও জ্বালানির দাম নির্ধারণ করবে সরকার

প্রকাশিতঃ 9:51 pm | November 28, 2022

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:

বিশেষ পরিস্থিতিতে সরকার বিদ্যুৎ ও জ্বালানির দাম পুনর্নির্ধারণ করতে পারবে। এমন বিধান রেখে ‘বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (সংশোধন) অধ্যাদেশ, ২০২২’ এর খসড়া চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সোমবার (২৮ নভেম্বর) তাঁর কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়। বৈঠক শেষে সচিবালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে মন্ত্রিপরিষদ সচিব ড. খন্দকার আনোয়ারুল ইসলাম এ তথ্য জানান।

মন্ত্রিপরিষদ সচিব জানান, প্রচলিত আইন অনুযায়ী বাংলাদেশ এনার্জি রেগুলেটারি কমিশন (বিইআরসি) বিদ্যুৎ ও জ্বালানির দাম নির্ধারণ করে থাকে। প্রস্তাবিত আইনটি কার্যকর হলে বিশেষ পরিস্থিতিতে সরকার বিদ্যুৎ ও জ্বালানির দাম পুনর্নির্ধারণ করতে পারবে। কারণ বিদ্যুৎ ও জ্বালানির দাম পুনর্নির্ধারণের ক্ষেত্রে বিইআরসির ৯০ দিন প্রয়োজন হয়।

কালের আলো/এবি/এমএম

Print Friendly, PDF & Email