টি-টোয়েন্টি ফাইনালে অনফিল্ড আম্পায়ার এরাসমাস-ধর্মসেনা

প্রকাশিতঃ 5:41 pm | November 12, 2022

স্পোর্টস ডেস্ক, কালের আলো:

মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে ফাইনালের মধ্য দিয়ে পর্দা নামবে টি-টোয়েন্টি বিশ্বকাপের। শিরোাপ নির্ধারনী এ লড়াইয়ের জন্য ম্যাচ অফিসিয়ালদের নাম চূড়ান্ত করেছে আইসিসি। শুক্রবার আনুষ্ঠানিক বিবৃতিতে, ফাইনালের ম্যাচ রেফারি, অন ফিল্ড আম্পায়ার, থার্ড আম্পায়ার ও রিজার্ভ আম্পায়ারের নাম প্রকাশ করে সংস্থাটি।

এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে অনেক ম্যাচেই আম্পায়াররা বিতর্কিত সিদ্ধান্ত দিয়েছেন। তাতে জড়িয়ে আছে মারাইস এরাসমাসের নাম। রবিবার বিশ্বকাপ ফাইনালে অনফিল্ড আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করবেন তিনি।

শুক্রবার আইসিসি ইংল্যান্ড-পাকিস্তান ফাইনালের জন্য ম্যাচ অফিশিয়ালদের নাম ঘোষণা করেছে। এরাসমাস ছাড়াও অনফিল্ডে দায়িত্ব পালন করবেন আলোচিত আরেক লঙ্কান আম্পায়ার কুমার ধর্মসেনা। ২০১৯ ওয়ানডে বিশ্বকাপেও এরাসমাস-ধর্মসেনা অনফিল্ড আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করেছেন।

ক্রিস গ্যাফানি টিভি আম্পায়ারের দায়িত্ব পালন করবেন। আর চতুর্থ আম্পায়ার হিসেবে থাকনে পল রাইফেল। ম্যাচ রেফারির দায়িত্ব পালন করবেন রঞ্জন মাদুগালে।

ফাইনালে ম্যাচ অফিশিয়াল যারা

ম্যাচ রেফারি: রঞ্জন মাদুগালে

অনফিল্ড আম্পায়ার: মারাইস এরাসমাস ও কুমার ধর্মসেনা

টিভি আম্পায়ার: ক্রিস গ্যাফানি

চতুর্থ আম্পায়ার: পল রাইফেল

কালের আলো/এসবি/এমএম

Print Friendly, PDF & Email