অর্ধেক ম্যাচ খেলেই মাশরাফিকে পেছনে ফেললেন মিরাজ

প্রকাশিতঃ 11:27 am | December 02, 2018

স্পোটস ডেস্ক, কালের আলো:

আগেরদিন শেষ বিকেলে নিয়েছিলেন তিনটি, পরের দিন সকালে নিলেন আরও চারটি। ইনিংসে বোলিং শুরু করেছিলেন শাহাদাত হোসেন রাজীবের পাশে থেকে। ক্যারিবীয়দের অলআউট করে রাজীবের সাথে ছাড়িয়ে গেলেন মাশরাফি বিন মর্তুজাকেও। তাও কি-না মাশরাফির চেয়ে অর্ধেক ম্যাচ কম খেলেই! দেশের টেস্ট ইতিহাসে সর্বোচ্চ উইকেট শিকারীর তালিকায় শুরুর চারজনই এখন স্পিনার।

বলা হচ্ছে মেহেদি হাসান মিরাজের কথা। চলতি সিরিজের প্রথম টেস্ট চট্টগ্রামে দুই ইনিংস মিলিয়ে নিয়েছিলেন তিন উইকেট। বসেছিলেন দেশের টেস্ট ইতিহাসের সর্বোচ্চ উইকেট শিকারীর তালিকার পঞ্চম স্থানে। দ্বিতীয় টেস্টে ঢাকায় প্রথম ইনিংসেই নিলেন ৭টি। এবার উঠে গেলেন তালিকার চার নম্বর স্থানে। ১৮ ম্যাচের ৩৪ ইনিংসে বোলিং করা মিরাজের উইকেট সংখ্যা এখন ৭৯, যা কি-না মাশরাফির চেয়ে একটি বেশি।

ম্যাচের দ্বিতীয় দিনের শুরুতেই বিপজ্জনক শিমরন হেটমায়ারকে সাজঘরে পাঠিয়েছেন ফিরতি ক্যাচে পরিণত করে। হেটমায়ার আউট হতে পারতেন আগের বলেই। বাংলাদেশ ডিসিশন রিভিউ নিতে ভুল করায় লেগ বিফোরের হাত থেকে বেঁচে যান ক্যারিবীয়ান যুবা। চলতি সিরিজে এখনো পর্যন্ত তিনবারই হেটমায়ারের উইকেট নিয়েছেন মিরাজ।

হেটমায়ারকে ফেরানোর পর প্রতিপক্ষে লেজটা মুড়ে দিতে সময় নেননি বাংলাদেশের তরুণ অফ স্পিনার মেহেদি হাসান মিরাজ। দেবেন্দ্র বিশুকে ফিরিয়েছেন সিলি পয়েন্টের হাতে ক্যাচ বানিয়ে, কেমার রোচ ছক্কা মারতে গিয়ে ধরা পড়েছেন লং অন ফিল্ডারের হাতে। আর ক্যারিয়ার সেরা ফিগারে পৌঁছতে ক্যারিবিয়ান উইকেটরক্ষক শেন ডওরিচকে ফেলেছেন লেগ বিফোরের ফাঁদে।

মূলতঃ মিরাজের ঘূর্ণি ফাঁদে পড়েই দ্বিতীয় দিন সকালে ঘণ্টাখানেকের মধ্যেই গুটিয়ে গেছে ওয়েস্ট ইন্ডিজ। এ ইনিংসে ৭ উইকেট নিয়ে মিরাজের টেস্ট ক্যারিয়ারে উইকেট সংখ্যা হয়েছে ৭৯। ক্যারিবীয়দের দ্বিতীয় ইনিংসের শুরুতেও মিরাজ নিলেন ১ উইকেট। হলো মোট ৮টি। দেশের ইতিহাসে তার চেয়ে বেশি উইকেট রয়েছে কেবল তিন স্পিনার সাকিব আল হাসান, মোহাম্মদ রফিক ও তাইজুল ইসলামের।

দেশের ইতিহাসের সর্বোচ্চ উইকেট শিকারীর তালিকা
১/ সাকিব আল হাসান – ২০৫*
২/ মোহাম্মদ রফিক – ১০০
৩/ তাইজুল ইসলাম – ৯৪*
৪/ মেহেদি হাসান মিরাজ – ৮০*
৫/ মাশরাফি বিন মর্তুজা – ৭৮*

কালের আলো/এমএইচএ