পাকিস্তানের ভাগ্য নির্ধারণ হবে আজ
প্রকাশিতঃ 11:26 am | September 02, 2022

স্পোর্টস ডেস্ক, কালের আলো:
এশিয়া কাপে নিজেদের টিকিয়ে রাখার লড়াইয়ে আজ (২ সেপ্টেম্বর) মাঠে নামবে পাকিস্তান। প্রতিপক্ষ অপেক্ষাকৃত দুর্বল হংকং। জয়ের সম্ভাবনার ক্ষেত্রে নিশ্চিতভাবে এগিয়ে পাকিস্তান।
তবে ভারতের বিপক্ষে প্রথম ম্যাচে হংকং যে ধরনের ক্রিকেট খেলেছে, সেক্ষেত্রে কিছুটা হলেও দুশ্চিন্তায় থাকতে পারে বাবর আজমরা। চিন্তা-দুশ্চিন্তা যাই থাক না কেন এশিয়া কাপে নিজেদের ভাগ্য নিজেদেরই নির্ধারণ করতে হবে পাকিস্তানি ক্রিকেটারদের।
আজ জিতলে এশিয়া কাপের সুপার ফোরে জায়গা করে নেবে বাবর আজম বাহিনী। আর হারলেই বাংলাদেশের মতো দেশের ফ্লাইট ধরতে হবে পাকিস্তানি ক্রিকেটারদের।
এশিয়া কাপে পাকিস্তান-হংকংয়ের ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ৮টায়। ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে জিটিভি, নাগরিক টিভি এবং স্টার স্পোর্টস ওয়ান।
কালের আলো/এমএইচ/এসবি