অবসরে গেলেন অতিরিক্ত আইজি মইনুর রহমান চৌধুরী

প্রকাশিতঃ 10:15 pm | September 01, 2022

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:

পুলিশের অতিরিক্ত আইজি (প্রশাসন) (গ্রেড-১) ড. মো. মইনুর রহমান চৌধুরী অবসরে গেছেন। বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) বিকালে তার শেষ কর্মদিবসে পুলিশ হেডকোয়ার্টার্সের হল অব প্রাইডে বিদায় সংবর্ধনার আয়োজন করা হয়।

তিনি সাড়ে ৩৪ বছরের বর্ণাঢ্য কর্মজীবন শেষে স্বাভাবিক অবসরে গেলেন।

বিদায় সংবর্ধনায় ড. মোঃ মইনুর রহমান চৌধুরী বিপিএম (বার) বলেন, দেশ ও জনগণের সেবায় বাংলাদেশ পুলিশ পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করছে। ভবিষ্যতে আরও ভাল করতে হবে। সকল চ্যালেঞ্জ মোকাবেলা করে এগিয়ে যেতে হবে।

এর আগে বক্তব্যের শুরুতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। তিনি সকল মুক্তিযোদ্ধার প্রতিও শ্রদ্ধা জানান। তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

অনুষ্ঠানে বক্তারা ড. মোঃ মইনুর রহমান চৌধুরীর পেশাগত এবং ব্যক্তিগত জীবনের নানা দিক তুলে ধরে বক্তব্য রাখেন। তাঁরা জনাব চৌধুরীর সততা, নৈতিকতা এবং পেশাদারিত্বের ভুয়সী প্রশংসা করেন।

ডিএমপি কমিশনার মোহাঃ শফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিরিক্ত আইজি, ঢাকাস্থ পুলিশের সকল ইউনিটের প্রধান এবং পুলিশ হেডকোয়ার্টার্সের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

কালের আলো/ডিএসবি/এমএম

Print Friendly, PDF & Email