সোমালিয়ায় হোটেলে সন্ত্রাসী হামলা, নিহত অন্তত ১২
প্রকাশিতঃ 3:54 pm | August 20, 2022

আন্তর্জাতিক ডেস্ক, কালের আলো:
সোমালিয়ার রাজধানী মোগাদিসুতে একটি হোটেলে সন্ত্রাসী হামলায় কমপক্ষে ১২ জন নিহত হয়েছেন। নিহতদের বেশিরভাগই বেসামরিক নাগরিক।
শুক্রবার (১৯ আগস্ট) সন্ধ্যায় আল শাবাব জঙ্গিরা সেখানকার একটি হোটেলে হামলা চালিয়ে নিয়ন্ত্রণ নেওয়ার পর প্রাণহানির এই ঘটনা ঘটে।
লিশের বরাত দিয়ে শনিবার বিবিসি জানিয়েছে, হামলাকারীরা ভবনে প্রবেশ করে গুলি চালানোর আগে হোটেলের বাইরে দুটি বিস্ফোরণ ঘটায়। আল শাবাব এক বিবৃতিতে জানিয়েছে, তারা হোটেলটি নিয়ন্ত্রণে নিয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত জঙ্গিদের সঙ্গে নিরাপত্তারক্ষীদের লড়াই চলছে। হোটেল থেকে বেশির ভাগ মানুষকে উদ্ধার করা হয়েছে।
হাসান শেখ মোহামুদ সোমালিয়ার নতুন প্রেসিডেন্ট হওয়ার পর দেশটির রাজধানীতে এটি প্রথম হামলা।
উল্লেখ্য, জঙ্গিগোষ্ঠী আল-কায়েদার সহযোগী হিসেবে কাজ করে আল শাবাব। এই গোষ্ঠীটি দক্ষিণ ও মধ্য সোমালিয়ার বেশির ভাগ অংশ নিয়ন্ত্রণ করে। সূত্র : বিবিসি।
কালের আলো/এমএইচ/এসবি