দেশে পৌঁছেছে র্যাব এয়ার উইংয়ের পরিচালক ইসমাইলের মরদেহ
প্রকাশিতঃ 12:17 am | August 11, 2022

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) এয়ার উইংয়ের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ ইসমাইল হোসেনের মরদেহ দেশে পৌঁছেছে।
বুধবার (১০ আগস্ট) সন্ধা ৭টায় হযরত শাহ্জালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তার মরদেহ পৌঁছায়।
এ সময় র্যাবের মহাপরিচালক অতিরিক্ত আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন ও র্যাবের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
জানা গেছে, আগামীকাল বৃহস্পতিবার বেলা ১১টায় কুর্মিটোলায় র্যাব সদরদপ্তরে তার দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে।
জানাজায় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, বাংলাদেশের পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ, র্যাবের মহাপরিচালক অতিরিক্ত আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুনসহ র্যাব ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থাকবেন।

কালের আলো/এসবি/এমএম