জান-মাল রক্ষায় ফায়ার ফাইটারদের আত্মনিয়োগ করতে হবে : ডিজি

প্রকাশিতঃ 10:38 pm | July 29, 2022

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:

সেবাধর্মী প্রতিষ্ঠানের সদস্য হিসেবে নবীন ফায়ার ফাইটারদের মানুষের জান-মাল রক্ষায় আত্মনিয়োগের আহ্বান জানিয়েছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. মাইন উদ্দিন।

বৃহস্পতিবার (২৮ জুলাই) অধিদপ্তরের ৬০তম ব্যাচের ফায়ারফাইটারদের বুনিয়াদি কোর্সের সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

এ সময় ব্রিগেডিয়ার জেনারেল মো. মাইন উদ্দিন বলেন, বাংলাদেশ একটি দুর্যোগপ্রবণ দেশ। ফায়ার সার্ভিসের মতো একটি সেবাধর্মী প্রতিষ্ঠানের সদস্য হিসেবে মানুষের জান-মাল রক্ষায় তোমাদের আত্মনিয়োগ করতে হবে। তোমাদের বুনিয়াদি প্রশিক্ষণ শেষ হলেও এখন থেকে শুরু হলো বাস্তব প্রশিক্ষণ।

তিনি আরও বলেন, প্রতিটি দুর্ঘটনা একেকটি প্রশিক্ষণস্থল। বাস্তব প্রশিক্ষণ কাজে লাগিয়ে সর্বদা মানুষের জান-মাল রক্ষায় নিজেকে উৎসর্গ করতে হবে। এই প্রতিষ্ঠানের মর্যাদা বৃদ্ধির কাজে তোমরা সবসময় নিজেকে নিয়োজিত রাখবে বলে আমি আশা করি।

এর আগে ভাষণের শুরুতে ফায়ার সার্ভিস ডিজি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেন। একই সাথে তিনি বঙ্গবন্ধুর পরিবারের সকল শহীদ সদস্যদের প্রতি শ্রদ্ধা জানান।

তিনি গভীর শ্রদ্ধার সাথে মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী বীর শহীদদের স্মরণ করেন। সাফল্যের সাথে প্রশিক্ষণ সমাপ্ত করায় তিনি নবীন ফায়ারফাইটার ও ডুবুরিদের অভিনন্দন জানান।

এদিন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের ৬০তম ব্যাচের ফায়ারফাইটারদের বুনিয়াদি কোর্সের সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়।

এতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কুচকাওয়াজ অনুষ্ঠানে সালাম গ্রহণ করেন। এ সময় ফায়ার সার্ভিসের পরিচালকগণ, ট্রেনিং কমপ্লেক্সের অধ্যক্ষ এবং বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তারা উপস্থিত ছিলেন। কুচকাওয়াজে একটি পতাকাবাহী দল ও ৩টি কনটিনজেন্ট অংশগ্রহণ করে।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে ফায়ার সার্ভিস জানায়, এদিন সকালে অধিদপ্তরের মহাপরিচালক কুচকাওয়াজ অনুষ্ঠানে উপস্থিত হলে বিউগলের সুর বেজে ওঠে। প্যারেড কমান্ডার সকলকে সাবধান করে প্রধান অতিথিকে সশ্রদ্ধ অভিবাদন জ্ঞাপন করেন।

এরপর সকল নবীন ফায়ার ফাইটারগণ দেশের সেবায় নিয়োজিত থাকার শপথ বাক্য পাঠ করেন। প্রধান অতিথি ২৬৭ জন নবীন ফায়ারফাইটার ও ৩৯ জন নবীন ডুবুরিদের মধ্য থেকে শারীরিক যোগ্যতা, বুদ্ধিমত্তা, শৃঙ্খলা, আচার-ব্যবহার; লিখিত, ব্যবহারিক ও মৌখিক পরীক্ষাসহ বিভিন্ন বিষয়ের ওপর দক্ষতার ভিত্তিতে নির্বাচিত ৪ জন চৌকসকে ‘চৌকস পদক’ পরিয়ে দেন। এদের মধ্যে একজন ডুবুরি এবং অপর ৩ জন ফায়ারফাইটার।

কুচকাওয়াজের পর শুরু হয় বর্ণাঢ্য মহড়া প্রদর্শন পর্ব। এতে ফায়ার সার্ভিসের অপারেশনাল কার্যক্রমের বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ মহড়া প্রদর্শন করা হয়।

অনুষ্ঠানের প্রধান অতিথি ফায়ার সার্ভিস অধিদপ্তরের মহাপরিচালক মহড়ার প্রতিটি পর্ব গভীর মনোযোগ সহকারে প্রত্যক্ষ করেন।

কালের আলো/ডিএস/এমএম