‘টেস্ট ও টি-টোয়েন্টিতে আমাদের আরও কিছু খেলোয়াড় দরকার’

প্রকাশিতঃ 6:06 pm | July 29, 2022

স্পোর্টস ডেস্ক, কালের আলো:

সাম্প্রতিক সময়ে ওয়ানডে ক্রিকেটে ধারাবাহিক পারফর্ম করলেও টেস্ট আর টি-টোয়েন্টিতে প্রত্যাশিত মানের ক্রিকেট খেলতে পারেনি বাংলাদেশ দল।

এফটিপিতে আগামী চার বছরে রেকর্ড সংখ্যক (১৪৪টি আন্তর্জাতিক) ম্যাচ খেলতে পারে বাংলাদেশ। ৩৪টির বেশি টেস্ট ও ৫৯টির মতো ওয়ানডে খেলবে তারা। এছাড়া আইসিসি ও এসিসির টুর্নামেন্ট তো রয়েছেই। ব্যস্ত এই এফটিপিতে ধারাবাহিক ভালো করতে হলে জাতীয় দলে খেলোয়াড় সরবরাহও ভালো থাকা জরুরি।

এ ব্যাপারে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক ও দেশের ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান জালাল ইউনুস বলেন, টি-টোয়েন্টি ও টেস্ট দলের জন্য আমাদের আরও কিছু খেলোয়াড় দরকার।

বর্তমানে ঘুরেফিরে ২০-২৫ ক্রিকেটারের একটা ‘পুল’ ব্যবহার করছেন বিসিবির নির্বাচকরা। গত দেড় বছরে ৬৮টি আন্তর্জাতিক ম্যাচে বাংলাদেশ খেলিয়েছে ৩৬ ক্রিকেটারকে।

বিসিবির এই পরিচালক আরও বলেন, খেলোয়াড়দের একটা বিশ্রাম দেওয়ার ব্যাপার থাকে। বিশ্রাম বেশি দরকার হয় ফাস্ট বোলারদের। বাকিরা যারা ব্যাটার ও স্পিনার; মনে করি না তাদের এই ব্যস্ত সূচিতে কোনো সমস্যা হবে।

তিনি আরও বলেন, বিসিবিকে যেতে হবে আবর্তন নীতিতে, ব্যস্ত সূচিতে তাদের ঘুরিয়ে-ফিরিয়ে খেলানোর ব্যবস্থা আমরা করতে পারি।

কালের আলো/এমএইচ/এসবি

Print Friendly, PDF & Email