ইটিভি ভবনে আগুন

প্রকাশিতঃ 11:35 am | November 26, 2018

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:

রাজধানীর কারওয়ান বাজারে ইটিভি ভবনের নিচতলায় আগুন লেগেছে। সোমবার সকাল সাড়ে ১০টার দিকে একটি এসি বিস্ফোরণে পর আগুন ধরে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছেছে।

ফায়ার সার্ভিস সদর দফতরের কন্ট্রোল রুমের ইন্সপেক্টর আতাউর রহমান এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, সাড়ে ১০টায় সংবাদ পেয়ে ৬টি ইউনিট পাঠানো হয়েছে। বর্তমানে আগুন না থাকলেও প্রচুর ধোয়া রয়েছে।

আগুনের মাত্রা বেশি না, তবে ভবনটি বহুতল হওয়ায় আগাম প্রস্তুতি হিসেবে অতিরিক্ত ইউনিট পাঠানো হয়েছে। হতাহতের কোনো সংবাদ পাওয়া যায়নি।

কালের আলো/এমএ/এমএইচএ

 

Print Friendly, PDF & Email