বন্যাদুর্গতদের মাঝে কোস্ট গার্ড ডিজির ত্রাণ বিতরণ

প্রকাশিতঃ 8:56 pm | June 26, 2022

কালের আলো প্রতিবেদক:

বন্যা কবলিত সিলেট-সুনামগঞ্জে পানি বন্দিদের উদ্ধার ও সার্বিক সহায়তা দেওয়ার পাশাপাশি ত্রাণ সামগ্রী বিতরণ করছে কোস্ট গার্ড।

এরই ধারাবাহিকতায় রবিবার (২৬ জুন) সিলেট-সুনামগঞ্জে চলমান বন্যা কবলিত পানিবন্দি পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করেন কোস্ট গার্ডের মহাপরিচালক রিয়ার এডমিরাল আশরাফুল হক চৌধুরী। এ সময় কোস্ট গার্ডের বিভিন্ন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

দেশের ঘূর্ণিঝড়, জলোচ্ছাস, বন্যা ও মহামারীসহ সব দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে কোস্ট গার্ড সর্বদা প্রস্তুত রয়েছে এবং ক্ষতিগস্ত এলাকায় অসহায় ও দুস্থ মানুষের মাঝে ত্রাণ ও পূর্ণবাসনসহ কোস্ট গার্ডের নিয়মিত সহযোগিতা অব্যাহত আছে এবং ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম চলমান থাকবে বলে জানিয়েছে কোস্ট গার্ড।

কালের আলো/এসবি/এমএম

Print Friendly, PDF & Email