শূন্য আর চারের বৃত্তে মুমিনুল

প্রকাশিতঃ 9:58 pm | June 18, 2022

স্পোর্টস ডেস্ক, কালের আলো:

অধিনায়কত্ব ছেড়েছেন উইন্ডিজ সফরের আগে। ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে ব্যাট হাতে দুর্বিষহ একটা সিরিজ শেষ করে মুমিনুল হক ইস্যু হিসেবে দাঁড় করিয়েছিলেন নেতৃত্বের ভারে খারাপ যাচ্ছে ব্যাটিং।

তাই চাপ কাটাতে অধিনায়কত্ব ছেড়ে ভালো।কিছুর অপেক্ষায় ছিলেন উইন্ডিজ সফরে। কিন্তু খারাপ সময় থেকে বের হতে পারেননি তিনি।

অ্যান্টিগা টেস্ট শুরুর আগে বাংলাদেশ দল তিন দিনের অনুশীলন ম্যাচ খেলেছিল উইন্ডিজ ক্রিকেট বোর্ড প্রেসিডেন্ট একাদশের বিপক্ষে। মুমিনুল সেই ম্যাচে প্রথম ইনিংসে ০ রানে বিদায়ের পর দ্বিতীয় ইনিংসে করেছিলেন ৪ রান।

সেসব না হয় প্রস্তুতি ম্যাচের দোহাই দিয়ে কাটিয়ে যাওয়া যাবে। তবে মূল ম্যাচে এসেও বদলায়নি তার অবস্থান। ক্যারিবীয়দের বিপক্ষে প্রথম টেস্টের প্রথম ইনিংসে ০ রানের পর আজ দ্বিতীয় ইনিংসে করেছেন মাত্র ৪ রান।

মুমিনুলের বিদায়ে বেশ বিপাকে পড়েছে দল। প্রথম ইনিংসে উইন্ডিজের দেওয়া ১৬২ রানের লিড টপকানোর আগেই বাংলাদেশ হারিয়েছে ৪ উইকেট। এখন পর্যন্ত টাইগারদের সংগ্রহ ৮০ রান।

কালের আলো/এমএইচ/এসবি