বাংলাদেশি চিকিৎসক নিয়োগ দিতে কুয়েতের প্রতি পররাষ্ট্রমন্ত্রীর আহ্বান

প্রকাশিতঃ 9:38 pm | June 14, 2022

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:

বাংলাদেশ থেকে নার্স ও মেডিকেল টেকনিশিয়ানসহ আরো বেশি সংখ্যক চিকিৎসাকর্মীদের নিয়োগ দিতে কুয়েতের প্রতি আহ্বান জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন।

মঙ্গলবার (১৪ জুন) বাংলাদেশে নিযুক্ত কুয়েতের বিদায়ী পররাষ্ট্রমন্ত্রী আব্দেল মোহাম্মদ এ এইচ হায়াৎ পররাষ্ট্র মন্ত্রণালয়ে মন্ত্রীর সাথে এক সৌজন্য সাক্ষাৎ করতে এলে তিনি এ আহ্বান জানান।

বৈঠককালে, ড. মোমেন করোনা মহামারিকালে প্রবাসী বাংলাদেশীদের বিনামূল্যে ভ্যাকসিন ও চিকিৎসা প্রদানের জন্য কুয়েত সরকারকে ধন্যবাদ জানান। রোহিঙ্গাদের প্রতি মানবিক সহায়তা বাড়িয়ে দেয়ার জন্যও তিনি কুয়েত সরকারকে ধন্যবাদ জানান।

পররাষ্ট্রমন্ত্রী জনশক্তি, ব্যবসা-বাণিজ্য, প্রতিরক্ষা ও জ্বালানী খাতে বাংলাদেশ ও কুয়েতের মধ্যে বিদ্যমান চমৎকার দ্বিপাক্ষিক সম্পর্কের কথা তুলে ধরেন। তিনি বাংলাদেশ ও কুয়েতের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক আরো জোরদার করতে রাষ্ট্রদূতের কঠোর পরিশ্রম ও আন্তরিক প্রচেষ্টার প্রশংসা করেন।

রাষ্ট্রদূত আশা প্রকাশ করেন যে, আগামী দিনগুলোতে দু’দেশের পারস্পারিক স্বার্থে অর্থনৈতিক সহযোগিতা আরো জোরদার হবে।

কালের আলো/ডিএস/এমএম