উপকূলীয় অঞ্চলে স্যানিটেশন ব্যবস্থার পরিবর্তন হচ্ছে : পরিকল্পনামন্ত্রী

প্রকাশিতঃ 7:53 pm | June 05, 2022

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:

দক্ষিণ-পশ্চিম উপকূলের উন্নয়নে সমন্বিত কর্মপরিকল্পনা নেওয়া হবে বলে জানিয়েছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।

রোববার (০৫ জুন) জাতীয় প্রেস ক্লাবে ‘দুর্যোগের ঝুঁকিতে থাকা উপকূলের উন্নয়ন: প্রয়োজন জাতীয় বাজেটে বিশেষ বরাদ্দ’ শীর্ষক জাতীয় সেমিনারে অংশ নিয়ে তিনি এ তথ্য জানান।

পরিকল্পনামন্ত্রী বলেন, গ্রাম হবে শহর। শহরে যেমন কল ঘুরালে পানি আসে, তেমনি গ্রামেও কল ঘুরালে পানি আসবে।

তিনি বলেন, উপকূলীয় অঞ্চলে অনেকগুলো প্রতিষ্ঠান একসঙ্গে কাজ করার কারণে সমন্বয়হীনতা তৈরি হয়েছে। এর ফলে আড়ালে অনেক অপচয় হয়েছে। তবে, উপকূলীয় অঞ্চলে সুপেয় পানির জন্য আমরা সারা বর্ষায় বৃষ্টির পানি ধরে রেখে, সারা শীতকাল পান করার প্রকল্প নিয়েছি। প্রধানমন্ত্রীও এ নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন।

‘সুন্দরবন ও উপকূলীয় এলাকাকে ঘিরে পর্যটন ব্যবস্থার উন্নয়নে সরকার কাজ করছে। ইতোমধ্যে একাধিক প্রকল্প হাতে নেওয়া হয়েছে। তবে সুন্দরবন সুরক্ষায় যৌথ নদী কমিশনের মতো ভারতের সঙ্গে যৌথ সুন্দরবন কমিশন গঠন করা জরুরি।’

উপকূলীয় এলাকার জন্য বিশেষ বোর্ড গঠনের দাবির প্রেক্ষিতে মন্ত্রী বলেন, আমরা নতুন বোর্ড বা এ জাতীয় সংগঠন করতে আগ্রহী নই। এতে আমলাতান্ত্রিক জটিলতায় কোনো বিশেষ কাজ হয় না।

উপকূলীয় অঞ্চলে স্যানিটেশনের ব্যাপারে তিনি বলেন, স্যানিটেশন ব্যবস্থার পরিবর্তন হচ্ছে। ধীরে ধীরে আরও হবে।

কালের আলো/এসবি/এমএম

Print Friendly, PDF & Email