তুরস্কের নাম এখন তুর্কিয়ে

প্রকাশিতঃ 4:24 pm | June 03, 2022

আন্তর্জাতিক ডেস্ক, কালের আলো:

তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান গত বছরেই জনগণকে দেশটির দাপ্তরিক নাম ইংরেজি শব্দ তুর্কি ব্যবহার না করার আহ্বান জানান। তিনি তার্কিশ বা তুর্কিয়ে ব্যবহার করতে বলেন।

মূলত, তারপর থেকেই নাম পরিবর্তন করার কাজ শুরু করে তুরস্ক সরকার। সেই আলোকেই সম্প্রতি নাম পরিবর্তন করতে জাতিসংঘে আবেদন করা হয়, তাতে রাজিও হয় জাতিসংঘ।

জাতিসংঘে তুরস্কের নাম পরিবর্তন করে Türkiye (তুর্কিয়ে) করা হয়। এর আগে দেশটির দাপ্তরিক নাম ছিল তুর্কি।

জাতিসংঘের মুখপাত্র স্টিফেন ডুজারিক জানান, বুধবার (১ জুন) তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত ভাসোগলুর কাছ থেকে নাম পরিবর্তনের বিষয়ে আবেদন করেন। ওই চিঠি পাওয়ার পরই নাম জাতিসংঘ নাম পরিবর্তনে রাজি হয়। সূত্র: আল জাজিরা

কালের আলো/এমএইচ/এসবি