বাংলাদেশের বিপক্ষে টেস্ট দল ঘোষণা শ্রীলঙ্কার

প্রকাশিতঃ 1:25 pm | May 04, 2022

স্পোর্টস ডেস্ক, কালের আলো:

বাংলাদেশের বিপক্ষে দুই টেস্টের জন্য ১৮ সদস্যের দল দিয়েছে শ্রীলঙ্কা। সেখানে ফিরেছেন ওশাডা ফার্নান্ডো। রয়েছেন ২১ বছর বয়সী আনক্যাপড টপ অর্ডার ব্যাটার কামিল মিশারা। সম্প্রতি টি-টোয়েন্টিতে অভিষেক হয়েছে তার। আনক্যাপড হিসেবে ডাক পড়েছে বামহাতি পেসার দিলশান মাদুশঙ্কারও।

ঘরোয়া ক্রিকেটে দুর্দান্ত পারফরম্যান্সের পুরস্কার হিসেবেই ডাক পড়েছে ওশাডার। ২১ বছর বয়সী পেসার দিলশানও অনেক দিন ধরে টেস্ট দলের রাডারে ছিলেন। দলে জায়গা হয়নি লাহিরু থিরিমান্নে, চারিথ আসালাঙ্কা, লাহিরু কুমারা ও দুশমন্থ চামিরার।

ভারতের বিপক্ষে অভিষেকের অপেক্ষায় থাকা জেফরে ভ্যান্ডারসে অবশ্য এই সিরিজে ডাক পাননি। তবে সর্বশেষ ২০২০ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট খেলা কাসুন রাজিথা টেস্ট দলে অন্তর্ভুক্ত হয়েছেন।

ভারত সিরিজে ডাক না পাওয়া রামেশ মেন্ডিস, সুমিন্দা লাকসান ও আসিথা ফার্নান্ডো বাংলাদেশ সিরিজে ফিরেছেন।

আগামী ৮ মে বাংলাদেশ সফরে আসবে লঙ্কানরা। প্রথম টেস্ট হবে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। ১৫ মে শুরু হবে প্রথম টেস্ট। দ্বিতীয় টেস্ট ঢাকায়। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে লাল বলের শেষ ম্যাচের লড়াই শুরু ২৩ মে। ম্যাচ দুটি আইসিসির টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ।

৮ মে বাংলাদেশে পা রেখে মূল লড়াইয়ের আগে একটি প্রস্তুতি ম্যাচ খেলবে শ্রীলঙ্কা। ১১ ও ১২ মে প্রস্তুতি ম্যাচটি হবে চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়ামে।

শ্রীলঙ্কা দল: দিমুথ করুনারত্নে (অধিনায়ক), কামিল মিশারা, ওশাডা ফার্নান্ডো, অ্যাঞ্জেলো ম্যাথুজ, কুশল মেন্ডিস, ধনাঞ্জয়া ডি সিলভা, কামিন্দু মেন্ডিস, নিরোশান দিকবেলা, দিনেশ চান্ডিমাল, রামেশ মেন্ডিস, চামিকা করুনারত্নে, সুমিন্দা লাকশান, কাসুন রাজিথা, বিশ্ব ফার্নান্ডো, আসিথা ফার্নান্ডো, দিলশান মাদুশঙ্কা, প্রবীন জয়াবিক্রমা, লাসিথ এম্বুলদেনিয়া।

কালের আলো/বিএস/এমএইচ