কোচের দায়িত্বে নির্বাচক রাজ্জাক

প্রকাশিতঃ 5:18 pm | April 25, 2022

স্পোর্টস ডেস্ক, কালের আলো:

২০২১ সালের ফেব্রুয়ারিতে সব ধরণের ক্রিকেট থেকে অবসর নেন বাঁহাতি টাইগার স্পিনার আবদুর রাজ্জাক। এরপর থেকে তাকে নিয়োগ দেয়া হয় বাংলাদেশ জাতীয় দলের নির্বাচক হিসেবে। বেশ নিষ্ঠার সঙ্গেই নির্বাচকের দায়িত্ব পালন করে আসছেন তিনি।

তবে এবার নতুন ভূমিকায় দেখা যাবে সাবেক এই তারকা স্পিনারকে। আগামী ১৪ মে থেকে শুরু হবে বাংলাদেশ হাই-পারফরম্যান্স (এইচপি) দলের ক্যাম্প। এই ক্যাম্পে সংক্ষিপ্ত মেয়াদে স্পিন পরামর্শক হিসেবে কাজ করবেন আব্দুর রাজ্জাক। যদিও তিনি পূর্ণাঙ্গ কোচিং পেশা নিয়ে ভাবছেন না এখনই। এইচপি দলে স্পিন কোচ নেই বলেই আপাতকালীন দায়িত্বটা নিচ্ছেন তিনি।

ক্রিকেটভিত্তিক জনপ্রিয় ওয়েবসাইট ক্রিকবাজে রাজ্জাক বলেছেন, ‘হ্যাঁ! সবকিছু ঠিকঠাক থাকলে আমি এইচপি ক্যাম্পে যোগ দেবো। তবে বিষয়টা এমন না যে আমি আমার মনোযোগ কোচিংয়ে সরিয়ে নিচ্ছি। মূলত তরুণ ছেলেদের সঙ্গে নিজের অভিজ্ঞতা ভাগ করে দেওয়ার জন্যই এ সিদ্ধান্ত।’

অন্যদিকে বিসিবির এইচপি ইউনিটের চেয়ারম্যান নাইমুর রহমান দুর্জয় জানিয়েছেন, মূলত এ মুহূর্তে কোনো বিদেশি স্পিন কোচ বা পরামর্শককে পাচ্ছেন না তারা। তাই দেশেই রাজ্জাকের মতো স্পিনার থাকায় তাকে দিয়ে আপাতত কাজ চালিয়ে নেওয়া হবে।

ক্রিকবাজকে দুর্জয় বলেছেন, আমরা এখনও এইচপি ইউনিটের জন্য ভালো কোনো স্পিন কোচ বা পরামর্শক পাইনি। তাই আমরা রাজ্জাককে এইচপি ক্যাম্পে যুক্ত করতে চাচ্ছি। আমাদের আশা সে নিজের অভিজ্ঞতা ছেলেদের সঙ্গে ভাগ করে নিতে পারবে।

শুধু তাই নয়, সম্ভব হলে জাতীয় দলের ব্যাটিং কোচ জেমি সিডন্সকেও এইচপি ক্যাম্পে কাজে লাগানোর চিন্তা করছে বিসিবি। আগামী ১ জুন ঢাকায় আসবেন এইচপির হেড কোচ টবি র‍্যাডফোর্ড। তার আগে নিজ দেশে বসেই সবকিছু তদারকি করবেন তিনি। পেস বোলিং ইউনিটের দায়িত্ব সামলাবেন চাম্পাকা রামানায়েক।

কালের আলো/এমএইচ/এসবি