সোহান-মিরাজে ব্যাটে লড়াইয়ের পুঁজি শেখ জামালের
প্রকাশিতঃ 2:14 pm | April 24, 2022

স্পোর্টস ডেস্ক, কালের আলো:
শিরোপা জিততে ম্যাচটি গুরুত্বপূর্ণ শেখ জামাল ধানমন্ডি ক্লাবের। মহাগুরুত্বপূর্ণ ম্যাচে ৩০ রান তুলতেই টপ অর্ডারের তিন ব্যাটারকে হারায় তারা। অধিনায়ক ইমরুল কায়েস ও মুশফিকুর রহিমের আরও একটি ব্যর্থ দিনে দলের হাল ধরেন নুরুল হাসান সোহান। শেষের দিকে প্রাইম ব্যাংকের বোলারদের ওপর ছোট্ট এক ঝড় বইয়ে দেন মেহেদী হাসান মিরাজ। তাতেই লড়াইয়ের পুঁজি পেয়েছে শেখ জামাল।
আজ সাভার বিকেএসপির ৪ নম্বর মাঠে আগে ব্যাটিং করে ৮ উইকেটে ২৩২ রান করে শেখ জামাল। দলটির হয়ে সর্বোচ্চ ৭১ রান করেন সোহান। ৩২ বলে ৪৭ রানের ঝোড়ো ইনিংস উপহার দেন মিরাজ। প্রাইম ব্যাংকের হয়ে তিনটি উইকেট নেন তাইজুল ইসলাম।
গুরুত্বপূর্ণ ম্যাচে প্রাইম ব্যাংক মাঠে নামায় তাদের পেসার শরীফুল ইসলামকে। শারীরিক জটিলতায় কদিন পরই সিঙ্গাপুর যাবেন তিনি। তার আগে এই পেসারকে একাদশে রাখে প্রাইম ব্যাংক। ইনিংসের শুরুর ওভারটা তাকেই দিয়েই হয়। দ্বিতীয় ওভারে বল করতে এসেই শেখ জামালের ওপেনার রবিউল ইসলাম রবিকে শূন্য রানে ফেরান রাকিবুল হাসান।
আরেক ওপেনার সাইফ হাসানকে ব্যক্তিগত ১৩ রানে ফেরান এই স্পিনার। খানিক পরই ফেরেন অধিনায়ক ইমরুল কায়েস। চতুর্থ উইকেটে সোহানের সঙ্গে ৩৫ রানের জুটি গড়েন মুশফিক (২৯ বলে ১৪)। আরেক ব্যাটার তাইবুর রহমানকে ৩ রানে ফেরান তাইজুল ইসলাম।
ষষ্ঠ উইকেটের জুটিতে সোহানকে দারুণ সঙ্গ দেন ভারতীয় ব্যাটার পারভেজ রসুল। তাদের ৬০ রানের জুটিতে দিক ফিরে পায় শেখ জামাল। ৩৭ রানে ফেরেন রসুল। সোহান দারুণ ব্যাটিং করেও থামেন ৭১ রানে। আর শেষ দিকে মিরাজের ৪৭ রানের ঝোড়ো ইনিংসে ২৩২ রানের পুঁজি পায় শেখ জামাল।
কালের আলো/এমএইচ/জেআর