কবরের জন্য প্রধানমন্ত্রীর কাছে স্থায়ী মাটি চেয়েছেন রুবেলের স্ত্রী!
প্রকাশিতঃ 2:09 pm | April 23, 2022

স্পোর্টস ডেস্ক, কালের আলো:
ক্যানসারে আক্রান্ত হয়ে মারা যাওয়া জাতীয় ক্রিকেটার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্লু ব্যাজ অ্যাওয়ার্ড প্রাপ্ত শিক্ষার্থী মোশাররফ হোসেন রুবেলের কবরের জন্য স্থায়ী মাটি চেয়েছেন তার স্ত্রী ফারাহানা রূপা।
শুক্রবার (২২ এপ্রিল) বনানী কবরস্থানে রুবেলের কবর জিয়ারত করে প্রধানমন্ত্রীর কাছে দাবি জানান তার স্ত্রী।
বনানী কবরের স্থায়ীত্ব দুই বছর। এর পর যে কাউকে দাফন করা যাবে। কবরের স্থায়ী জায়গা রাখার জন্য এক কোটি প্রয়োজন। যেটা এখন রুবেলের পরিবারের কাছে নেই।
তিন বছর ধরে ক্রিকেটার রুবেলের ক্যান্সার চিকিৎসার খরচ বহন করতে এখন প্রায় নিঃস্ব তার পরিবার।
রুবেলের স্ত্রী সাংবাদিকদের বলেন, মাননীয় প্রধানমন্ত্রী তো অনেক কিছু করে দেন। জীবিত ক্রিকেটারদের জন্য তো কত কিছু করেন। আমার রুবেলের জন্য কি একটু মাটি দেবেন না?
রুবেলের কবর তো দুই বছর পর আর দেখতে পাবো না, ছেলেটা তো ওর বাবার কবর জিয়ারত করতে পারবে না। তাই একটা স্থায়ী কবর পেতে আকুতি জানান রুবেলের স্ত্রী।
কালের আলো/এমএইচ/জেআর