দিল্লিতে করোনার হানা, মুস্তাফিজরা কোয়ারেন্টাইনে
প্রকাশিতঃ 4:28 pm | April 18, 2022

স্পোর্টস ডেস্ক, কালের আলো:
দিল্লি ক্যাপিটালসের ফিজিও প্যাট্রিক ফারহার্ট করোনারভাইরাসে আক্রান্ত হয়ে আইসোলেশনে রয়েছেন। তবে এবার দিল্লির এক ক্রিকেটার আক্রান্ত হয়েছেন করোনাভাইরাসে। যে কারণে পুনেতে পরবর্তী ম্যাচ খেলা নিয়ে শঙ্কা জেগেছে।
দলটি এরই মধ্যে পুনেতে যাওয়া বাতিল করেছে। যে ক্রিকেটার কোভিড আক্রান্ত হয়েছেন তাকে আইসোলেশনে রাখা হয়েছে।
সোমবার (১৮ এপ্রিল) এবং মঙ্গলবার দুই দফায় কোভিড পরীক্ষা শেষে সিদ্ধান্ত নেবে দলটি।
‘ক্রিকবাজ’ জানিয়েছে, র্যাপিড এন্টিজেন পরীক্ষায় ওই ক্রিকেটার কোভিড পজিটিভ হলেও আরটি-পিসিআর পরীক্ষা করা হবে শতভাগ নিশ্চিত হবার জন্য। তার আগে আপাতত আইসোলেশনে রাখা হয়েছে।
আগামী বুধবার (২০ এপ্রিল) মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে পাঞ্জাব কিংসের সঙ্গে ম্যাচ রয়েছে দিল্লি ক্যাপিটালসের।
তবে ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) কোভিড রুলস অনুযায়ী, যদি কোনও দল একাদশ সাজাতে না পারে সেক্ষেত্রে সূচি স্থগিত করা হবে।
কোভিড-১৯ এর কারণে যদি কোনও দল একাদশ গঠন করতে না পারে, তাহলে বিসিসিআই বিবেচনার ভিত্তিতে টুর্নামেন্টের পরবর্তী সময়ের ম্যাচটির সূচি পুনঃনির্ধারণ করার চেষ্টা করবে। যদি এটি সম্ভব না হয় তবে সমস্যাটি আইপিএল টেকনিক্যাল কমিটির কাছে পাঠানো হবে।
কালের আলো/এমএইচ/জেআর