নববর্ষের শুভেচ্ছা জানালেন ক্রিকেটাররা

প্রকাশিতঃ 3:01 pm | April 14, 2022

স্পোর্টস ডেস্ক, কালের আলো:

বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ। বাংলা নববর্ষের সার্বজনীন এই লোক উৎসবে থাকে উচ্ছাসের বাঁধভাঙা জোয়ার। সেই জোয়ারে সামিল হন প্রতিটি স্তরের মানুষ। দেশের ক্রিকেট তারকারাও ব্যতিক্রম ছিলেন না। সাকিব আল হাসান থেকে শুরু করে তামিম ইকবাল, মুশফিকুর রহিম সবাই এই বাংলা নববর্ষকে স্বাগত জানিয়েছেন।

উৎসবের রঙে রাঙা বৈশাখের রঙ লেগেছে ক্রিকেটারদের মনেও। আনন্দের এই ক্ষণে তারা শুভেচ্ছা জানিয়েছে দেশের মানুষের।

বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান সকল বাঙালিকে জানিয়েছেন নববর্ষের শুভেচ্ছা। নিজের অফিসিয়াল ফেসবুক পেজে সাকিব লিখেছেন, ‘বৈশাখের রঙে আমাদের সকলের জীবন হয়ে উঠুক রঙিন। উৎসব ও উল্লাসে স্বাগত জানাই নতুন বাংলা বছরকে। সবাইকে নববর্ষের শুভেচ্ছা। শুভ নববর্ষ ১৪২৯।’

শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট দলের ওয়ানডে ফরম্যাটের অধিনায়ক তামিম ইকবালও। নতুন বছরে সকলের জীবন সুখ-শান্তিতে ভরে উঠুক -এমন প্রত্যাশাই করছেন ড্যাশিং এই ওপেনার।

মুশফিকুর রহিম তো বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ভাষায় শুভেচ্ছা জানিয়েছেন, ‘মুছে যাক গ্লানি, ঘুচে যাক জরা, অগ্নিস্নানে শুচি হোক ধরা… সবাইকে জানাই বাংলা নববর্ষের শুভেচ্ছা।’

বাংলাদেশ নারী ফুটবল দলের অন্যতম তারকা তহুরা খাতুন। বাংলা নববর্ষে সবাইকে প্রাণঢালা অভিনন্দন জানিয়েছেন তিনিও। নিজের অফিসিয়াল ফেসবুকে পেজে লিখেছেন, ‘পুরনো যত হতাশা, দুঃখ, অবসাদ, নতুন বছর সেগুলোকে করুক ধূলিসাৎ। সকলকে জানাই বাংলা নববর্ষের শুভেচ্ছা ও প্রাণঢালা অভিনন্দন… শুভ নববর্ষ… ১৪২৯ বঙ্গাব্দ।’

জাতীয় দলের বাহিরে থাকা হার্ডহিটার ব্যাটার সৌম্য সরকার অসুন্দরের ছেদন ও নতুন সৃজনের প্রত্যাশা নিয়ে সকলকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন। তার অফিসিয়াল ফেসবুক পেজে সৌম্য লিখেছেন,

‘ধ্বংস দেখে ভয় কেন তোর প্রলয় নূতন সৃজন বেদন
আসছে নবীন জীবন ধারা অসুন্দরে করতে ছেদন
তোরা সব জয়ধ্বনি কর। সবাইকে বাংলা নববর্ষের শুভেচ্ছা’

১৪২৮ বাংলা সনে সাফল্যের পাশাপাশি ব্যর্থতাও অনেক। নতুন বছরে আরও ভালো ফলাফল করবে টাইগাররা এমনটাই আশা থাকবে বাংলাদেশ দলের ভক্ত-সমর্থকদের।

কালের আলো/এমএইচ/জেআর