অভিনেত্রী রুমানা মা হচ্ছেন

প্রকাশিতঃ 4:12 pm | March 09, 2022

শোবিজ ডেস্ক, কালের আলো:

মডেলিং থেকে টেলিভিশনের নাটকে, এরপর এক সময় সিনেমায়ও নাম লিখিয়েছিলেন রুমানা খান। শেষ পর্যন্ত সবকিছু ছেড়ে দিয়ে দীর্ঘ বছর ধরে যুক্তরাষ্ট্রে বসবাস করছেন তিনি। সেখান থেকেই এলো তার নতুন সুখবর। আবারও মা হচ্ছেন এই অভিনেত্রী।

সম্প্রতি এই বেবি বাম্পের ছবি প্রকাশ করলেন মডেল ও অভিনেত্রী রুমানা। ফের মা হচ্ছেন তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যমে বেবি বাম্পের ছবি প্রকাশ্যে এসেছে।

ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রিয়া ডায়েস, নওরীনসহ আরও অনেকেই। যার এখন স্থায়ী ভাবে যুক্তরাষ্ট্রের নিউইউর্কে বসবাস করছেন।

মডেলিং ও অভিনয় ছেড়ে রুমানা আমেরিকায় চলে যান। সেখানে ব্যবসায়ী এলিন রহমানের সঙ্গে পরিচয় হলে এক পর্যায়ে দুইজন প্রেমে জড়িয়ে পড়েন। এরপর তিনি দেশে না ফিরে এলিনকে বিয়ের সিদ্ধান্ত নেন। ২০১৫ সালের আগস্ট মাসে তারা বিয়ে করেন।

কালের আলো/এমএএইচ/কেআর