এক নজরে সব খবর

প্রকাশিতঃ 8:51 pm | March 08, 2022

ডেস্ক রিপোর্ট, কালের আলো:

১. বাংলাদেশ সেনাবাহিনীর গৌরবময় ঐতিহ্য হিসেবেই বিবেচনা করা হয় সিগন্যাল কোরকে। যুদ্ধের ময়দানে যোগাযোগ ব্যবস্থার গুরুত্ব অপরিসীম হওয়ায় দেশপ্রেমিক এই বাহিনীটির একটি গুরুত্বপূর্ণ এবং অপরিহার্য অংশ হিসেবে কোর অব সিগন্যালস নিজেদের ওপর অর্পিত দায়িত্ব প্রতিনিয়ত পালন করে চলেছেন সফলতা ও নিষ্ঠার সঙ্গেই। স্বাধীনতার পর দেশ গঠন এবং দেশমাতৃকার সেবাতেও তাদের অবদান উচ্চারিত হচ্ছে গুরুত্বের সঙ্গেই।

২. নানামুখী চ্যালেঞ্জ আর বাঁধা বিপত্তি অতিক্রম করেছে। দেশের ১৭ কোটি মানুষের গর্ব-অহংকারের প্রতীক স্বপ্নের পদ্মা সেতু ঠিকই দাঁড়িয়েছে মাথা উচুঁ করেই। ৬ দশমিক ১৫ কিলোমিটার দৈর্ঘ্যের এই পদ্মা সেতুর কাজ এরই মধ্যে সম্পন্ন হয়েছে ৯৫ শতাংশ। এখন অপেক্ষা শুধু যানচলাচলের জন্য উন্মুক্ত হওয়া। সম্পূর্ণ নিজস্ব অর্থায়নে তৈরী দেশের সবচেয়ে বড় অবকাঠামো নির্মাণ প্রকল্পটির মাধ্যমে গোটা বিশ্বকে বাংলাদেশ দেখিয়ে দিয়েছে ‘আমিরাও পারি’।

৩. ভয়াবহ আকার নিয়েছে দেশের বায়ুদূষণ। প্রায় সব জেলায়ই আশঙ্কাজনক পর্যায়ে পৌঁছেছে বায়ুর মান। বায়ুদূষণের সঙ্গে সঙ্গে উচ্চারিত হচ্ছে দেশের অবৈধ ইটভাটার বিষয়টিও। ক’দিন আগে দেশের ৫ জেলার সব অবৈধ ইটভাটা ভেঙে ফেলতে পরিবেশ অধিদপ্তরকে নির্দেশনাও দিয়েছেন হাইকোর্ট।

৪. ইউক্রেন সরকারের কর্মকাণ্ড পরিচালনা, বেতন-ভাতা ও পেনশন প্রদানে সহায়তা করতে দেশটির জন্য ৭০ কোটি ডলারের জরুরি তহবিল বরাদ্দ দিয়েছে বিশ্ব ব্যাংক। ইউক্রেনে রাশিয়ার হামলার পর যে পরিস্থিতি তৈরি হয়ে তা কাটিয়ে উঠতেই এই জরুরি সহায়তা দেওয়া হচ্ছে।

৫. ফরিদপুরের আলোচিত ২ হাজার কোটি টাকা পাচার মামলার চার্জশিটভুক্ত আসামি ও সাবেক এলজিআরডি মন্ত্রীর ছোট ভাই খন্দকার মোহতেশাম হোসেন বাবরকে গ্রেপ্তার করেছে পুলিশ।

৬. ফ্রান্সের ক্যালে বন্দর থেকে যুক্তরাজ্যে প্রবেশের চেষ্টার সময় প্রায় তিনশো ইউক্রেনিয়ানকে ফিরিয়ে দিয়েছে কর্তৃপক্ষ।

৭. ইউক্রেনে রকেট হামলার শিকার বাংলাদেশি জাহাজ ‘বাংলার সমৃদ্ধি’র ২৮ নাবিক রোমানিয়া থেকে মঙ্গলবার (৮ মার্চ) রাতে দেশের উদ্দেশে রওনা হবেন। আগামীকাল বুধবার (০৯ মার্চ) সকালের মধ্যে তারা ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছাবেন বলে জানিয়েছেন বাংলাদেশ শিপিং করপোরেশনের (বিএসসি) উপ-মহাব্যবস্থাপক ক্যাপ্টেন মো. মুজিবুর রহমান।

৮. বিরাট কোহলির শততম টেস্টে বড় জয় পেয়েছে ভারত। আনুশকার জীবনসঙ্গীর সেলিব্রেশনেও যেন সেই আমেজ। এবার পুষ্পাজ্বরে মাতালেন কোহলিও। মাঠেই আল্লু অর্জুনের ভাইরাল হওয়া সেই বিখ্যাত ভঙ্গি করলেন। জিতে নিলেন অনুরাগীদের মন।

৯. নাইজেরিয়ার উত্তরপশ্চিমাঞ্চলীয় কেবি রাজ্যে বন্দুকধারীদের অতর্কিত হামলায় একটি স্বেচ্ছাসেবী পাহারাদার দলের অন্তত ৬২ সদস্য নিহত হয়েছে।

১০. ভিডিওর মাধ্যমে ব্যক্তিগত আক্রমণের অভিযোগ তুলে নির্মাতা মালেক আফসারীর নামে থানায় জিডি করেছেন অভিনেত্রী অরুনা বিশ্বাস। সোমাবার (০৭ মার্চ) রাতে তেজগাঁও শিল্পাঞ্চল থানায় গিয়ে জিডি করেছেন বলে জানান অরুনা বিশ্বাস।

১১. দেশে করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় ৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে করোনায় মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৯ হাজার ৯৬ জনে। একই সময়ে নতুন করে করোনা শনাক্ত হয়েছে ৪৪৬ জনের। এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৯ লাখ ৪৮ হাজার ১৪৮ জনে। শনাক্তের হার ২ দশমিক ২৩ শতাংশ।

১২. সব ক্ষেত্রে নারীরা এখন এগিয়ে যাচ্ছে জানিয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার মোহা. শফিকুল ইসলাম বলেছেন, দেশের সমৃদ্ধি ও উন্নতিতে নারীরা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন। একজন নারী হিসেবে মাননীয় প্রধানমন্ত্রী যে কাজ করছেন তা কল্পনাতীত। দেশের বিচারালয় থেকে সচিবালয়, রাজনীতি কিংবা খেলার মাঠ, কোথাও এখন নারীরা পিছিয়ে নেই।

১৩. নানা আয়োজনের মাধ্যমে গ্রিন ইউনিভার্সিটি অব বাংলাদেশে আন্তর্জাতিক নারী দিবস উদযাপিত হয়েছে। ‘টেকসই আগামীর জন্য জেন্ডার সমতাই অগ্রগণ্য’ এই প্রতিপাদ্যে মঙ্গলবার (৮ মার্চ) বিশ্ববিদ্যালয়ে আলোচনা সভা, কেক কাটা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে জিইউবি উইমেন্স ফোরাম।

১৪. তত্ত্বাবধায়ক সরকার এখন একটি ডেড ইস্যু বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেছেন, তত্ত্বাবধায়ক সরকার ইস্যুটি এখন একটি ডেড ইস্যু, পাস্ট অ্যান্ড ক্লোজ চ্যাপ্টার। আন্দোলনের নামে বিএনপি দেশের গণতান্ত্রিক ধারাকে বিনষ্ট করার ষড়যন্ত্রে লিপ্ত হলে তাদেরকে ভয়াবহ পরিণতির সম্মুখীন হতে হবে।

১৫. বাংলাদেশ সেনাবাহিনীর গৌরবময় ঐতিহ্য হিসেবেই বিবেচনা করা হয় সিগন্যাল কোরকে। যুদ্ধের ময়দানে যোগাযোগ ব্যবস্থার গুরুত্ব অপরিসীম হওয়ায় দেশপ্রেমিক এই বাহিনীটির একটি গুরুত্বপূর্ণ এবং অপরিহার্য অংশ হিসেবে কোর অব সিগন্যালস নিজেদের ওপর অর্পিত দায়িত্ব প্রতিনিয়ত পালন করে চলেছেন সফলতা ও নিষ্ঠার সঙ্গেই। স্বাধীনতার পর দেশ গঠন এবং দেশমাতৃকার সেবাতেও তাদের অবদান উচ্চারিত হচ্ছে গুরুত্বের সঙ্গেই।

কালের আলো/এমএএইচ/কেআর