যে কারণে জিডি করলেন অরুণা

প্রকাশিতঃ 5:10 pm | March 08, 2022

শোবিজ ডেস্ক, কালের আলো:

ভিডিওর মাধ্যমে ব্যক্তিগত আক্রমণের অভিযোগ তুলে নির্মাতা মালেক আফসারীর নামে থানায় জিডি করেছেন অভিনেত্রী অরুনা বিশ্বাস। সোমাবার (০৭ মার্চ) রাতে তেজগাঁও শিল্পাঞ্চল থানায় গিয়ে জিডি করেছেন বলে জানান অরুনা বিশ্বাস।

এ প্রসঙ্গে অরুণা বিশ্বাস বিষয়টি নিশ্চিত করে বলেন, ফাজলামির একটা লিমিট আছে, এভাবে বারবার প্রতিটা শিল্পীকে নিয়ে তিনি বাজে মন্তব্য করে সামাজিক যোগাযোগমাধ্যমসহ নানান জায়গায় তিনি ছড়িয়ে দেন। এবার আর আমি ছাড় দিচ্ছি না।

তিনি আরও বলেন, তার কুরুচিপূর্ণ বক্তব্যের ভিডিও আমি প্রমাণ হিসেবে জমা দিয়েছি। এবার আমার বেলায়ও কাজটি সে করেছে। তিনি কি মানসিকভাবে অসুস্থ কি না, এটাও আমি জানতে চাই। একজন সুস্থ মস্তিষ্কের মানুষ কীভাবে একের পর এক শিল্পীদের নিয়ে বাজে কথা বলেন। এর শেষটা দেখব আমি।

উল্লেখ্য, মালেক আফসারীর জনপ্রিয় নির্মিত চলচ্চিত্রের মধ্যে হচ্ছে, ‘এই ঘর এই সংসার’, ‘হীরা চুনি পান্না’ প্রমূখ। সর্বশেষ তার ‘পাসওয়ার্ড’ সিনেমাটি মুক্তি পেয়েছে। অন্যদিকে অরুণা বিশ্বাসের ‘চাপা ডাঙার বউ’সহ বেশ আলোচিত চলচ্চিত্র রয়েছে। অভিনয়ের পাশপাশি তিনি নির্মাণের সঙ্গেও জড়িত।

কালের আলো/এইচএন/কেআর