মনোনয়ন ফরম বিক্রির সময় বাড়াল বিএনপি
প্রকাশিতঃ 9:23 pm | November 12, 2018

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:
দলীয় মনোনয়ন ফরম বিক্রি ও জমা দেওয়ার সময় আরও দুইদিন বাড়িয়েছে বিএনপি। আজ সোমবার রাতে এক সংবাদ ব্রিফিংয়ে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ সিদ্ধান্তের কথা জানান।
রিজভী বলেন, ‘নির্বাচন কমিশন তার তফসিল ৩০ ডিসেম্বর বর্ধিত করায় আমাদের মনোনয়ন ফরম বিক্রি ও জমা আরও দুইদিন বৃদ্ধি করেছি। অর্থাৎ ১২, ১৩ ও ১৪ নভেম্বর আমরা ঘোষণা করেছিলাম। এখন ১৫ ও ১৬ নভেম্বর সময়সূচি বাড়ানো হয়েছে। অর্থাৎ ১২, ১৩, ১৪, ১৫ ও ১৬ নভেম্বর মনোনয়ন ফরম বিক্রি ও জমা দেওয়া যাবে।’
রুহুল কবির রিজভী বলেন, ‘আজকে ১ হাজার ৩২৬টি ফরম বিক্রি হয়েছে। আজকে কাকরাইল থেকে ফকিরেরপুল পর্যন্ত জাতীয়তাবাদী শক্তি এত দমন-পীড়নের মধ্যে, পাইকারী মামলায় প্রদান, লাখ লাখ নেতাকর্মীদের হাজার হাজার মামলা ও গ্রেপ্তারে হিড়িত, গ্রেপ্তারের পর রিমান্ডের নামে নির্যাতন ও মুক্তিপন আদায়ের মধ্যে চাঁদা আদায়। এর মধ্যেও আজকে জাতীয়তাবাদী শক্তির ব্যাপক স্ফুরণ সেটা আপনারা লক্ষ্য করেছেন। সকল নির্যাতনের জ্বাল ছিন্ন করে এই জাতীয়তাবাদী শক্তি দলীয় কার্যালয়ে ভিড় করেছে।
আজ নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত মনোনয়ন ফরম বিক্রি হয়।
সংবাদ ব্রিফিংয়ে দলের চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আফজাল এইচ খান, কেন্দ্রীয় নেতা আবদুস সালাম আজাদ, বেলাল আহমেদ, মুনির হোসেন প্রমুখ নেতারা উপস্থিত ছিলেন।
কালের আলো/পিএম