লাক্স আয়োজকদের নোংরা প্রস্তাব ফাঁস করলেন ফারিয়া শাহরিন

প্রকাশিতঃ 4:50 pm | January 25, 2018

অ্যাক্টিং এডিটর | কালের আলো:

রূপের দ্যুতি আর মেধা-মননের পরিচয় দিয়ে রিয়ালিটি শো ‘লাক্স-চ্যানেল আই সুপারস্টার’ প্রতিযোগিতায় দ্বিতীয় রানারআপ হয়েছিলেন ফারিয়া শাহরিন। গত ক’দিন যাবতই মিডিয়ার অন্দরমহল নিয়ে বিস্ফোরক সব মন্তব্য করে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন তিনি।

১১ বছরের ক্যারিয়ারে ‘আকাশ কত দূরে’ সিনেমায় ‘পরী’ নামের কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করে প্রশংসিত হয়েছিলেন জনপ্রিয় মডেল-অভিনেত্রী ফারিয়া। সম্প্রতি ফেসবুক লাইভে তিনি দাবি করেছেন, তাঁর প্রতি লাক্স সুপারস্টার প্রতিযোগিতার আয়োজকদের বৈষম্য নীতির কথা।

কোন অনুষ্ঠানে তাকে আমন্ত্রণ না জানানোর কথা। ‘ঠোঁটকাটা’ স্বভাবের এ অভিনেত্রী এও বলেছেন, ‘ওদের (লাক্স সুপারস্টার আয়োজক) নোংরা প্রস্তাবে রাজি না হওয়াতেই লাক্সের কোন অনুষ্ঠানে আমাকে ইনভাইটেনশন জানানো হয় না। ফেসবুক দুনিয়ায় রীতিমতো ভাইরাল হয়ে গেছে ফারিয়া শাহরিনের লাইভ।

ফারিয়া বলেন, ‘আমি লাক্সের উইনার। ২০০৭ এর সেকেন্ড রানারআপ। আমাকে কেন লাক্স থেকে কার্ড পাঠানো হয় না। এক বছর ব্যতীত আমি কেন ১০ বছর যাবত লাক্সের ইনভাইটেনশন কার্ড পাই না। কারণ ওদের মধ্যে কিছু মানুষের সঙ্গে আমার বনিবনা হয়নি। যাদের নোংরা প্রস্তাবে আমি রাজি হইনি।’

লাক্স সুপারস্টার আয়োজকদের প্রতি অভিযোগের তীর ছুঁড়ে তিনি বলেন, ‘আমার থেকে যারা টপ ১৫ তেও ছিল ওরা ইনভাইটেশন কার্ড পাচ্ছে। ক’দিন আগের লাক্সের প্রেস কনফারেন্সের প্রোগ্রামেও আমাকে আমন্ত্রণ জানানো হয়নি।’

দেশের একটি জাতীয় দৈনিকের বিনোদন বিভাগের প্রধান তামিম হাসানের সঙ্গে ফারিয়ার প্রেম কাহিনী সবারই জানা। যদিও সে সম্পর্ক টেকেনি বেশিদিন। এদিন ফেসবুক লাইভে ফারিয়া দাবী করেন দু’টি প্রেম ছাড়া কোন নেগেটিভ কথা নেই তার ক্যারিয়ারে। তিনি বলেন, ‘দুইটা প্রেম ছাড়া আমার লাইফে টাকা বা কাজের বিনিময়ে কোন শয়তানি, বদমাইশি করিনি।’ অবশ্য দ্বিতীয় প্রেমিকের নাম বলেননি।

ফারিয়া বলেন, ‘আমার কোন গডফাদার নাই। প্রতি বৃহস্পতিবার আরটিভিতে শো করছি। মডিয়ার মানুষ খারাপ, এটা কখনো বলিনি। মিডিয়া একটি পরিবারের মতো। তবে ফ্যামিলি’র লোক থেকে নোংরা কথা বললে, খারাপ লাগবেই।’

ফেসবুক লাইভে লাক্স-চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতার আয়োজকদের গোপন ইঙ্গিত ফাঁস করার পাশাপাশি দেশের অনেক বড় ব্যবসায়ী ও ব্যাংক চেয়ারম্যানদের মুখোশও খুলে দেন এ তারকা। বলেন, ‘অনেক বড় বড় ব্যবসায়ী, ব্যাংকের চেয়ারম্যানদের আমি ফেইস করেছি। তারা বলেছে, আপনাকে ভাল লেগেছে, চলে আসুন। এটা কি? আমি কী পণ্য? বিএমডব্লিউ, মার্সিডিজ দিতে চান, সাহস পান কোত্থেকে?’

‘গুটিকয়েক ৫ থেকে ৬ টি মেয়ের জন্য আমরা সবাই কালারড। বিগশটরা মনে করে টাকা দিয়ে ওদের কেনা যায়। ৫ লাখ টাকাতেও যায় না ১০ থেকে ২০ লাখে যাবে। কেন, মিডিয়ার মেয়েদের নিয়ে নোংরা চিন্তা-ভাবনা? মিডিয়ার মেয়েরা প্রপার রেসপেক্ট পাক’ বলতে থাকেন ফারিয়া।

 

আরও পড়ুন:  হিল্লোল-নাফিজার ‘চুমু’, নওশিনকে ধুয়ে দিলেন ফারিয়া

 

কালের আলো/এএ