সিলেটকে হারিয়ে শুভ সূচনা কুমিল্লার
প্রকাশিতঃ 4:58 pm | January 22, 2022

স্পোর্টস ডেস্ক, কালের আলো:
শ্বাসরুদ্ধকর ম্যাচে জয় পেল কুমিল্লা ভিক্টোরিয়ান্স। শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দিনের প্রথম ম্যাচটি লো-স্কোরিং হলেও উত্তেজনা ছিল কুমিল্লার ইনিংসের শুরু থেকেই। একের পর এক উইকেট তুলে নিয়ে কুমিল্লাকে চেপে ধরেছিল সিলেট। তবে শেষ হাসি হাসে কুমিল্লাই। সিলেটের দেওয়া ৯৭ রানের টার্গেটে কুমিল্লা পৌঁছে ২ উইকেট ও ৮ বল হাতে রেখে।
টি-টোয়েন্টির জন্য ৯৭ রান খুব বড় লক্ষ্য নয়। তবুও মামুলি এই লক্ষ্য পার হতেই ঘাম ছুটে গেছে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের। শুরুতেই মাত্র ২ রানে সাজঘরে ফেরেন সাবেক দক্ষিণ আফ্রিকার অধিনায়ক ফাফ ডু প্লেসি। ১৬ রানে আউট হন আরেক ওপেনার ক্যামেরুন ডেলপোর্ট। এরপর সময় যত গড়িয়েছে ততই পড়েছে একের পর এক উইকেট।
১৫ রানে মুমিনুল, ১০ রানে ইমরুল, ১৬ রানে নাহিদুল, ৪ রানে আরিফুল, ১৮ রানে করিম এবং ১ রানে আউট হন শহিদুল ইসলাম। এরপর শেষ পর্যন্ত ক্রিজে অবস্থান করে জয় নিয়েই মাঠ ছাড়েন মাহিদুল ইসলাম অঙ্কন এবং তানভীর ইসলাম। ৯ রানে অঙ্কন এবং ১ রানে তারভীর অপরাজিত ছিলেন।
সিলেটের পক্ষে সর্বোচ্চ তিনটি করে উইকেট নেন নাজমুল ইসলাম অপু। এছাড়া দুটি করে উইকেটে পেয়েছেন মোসাদ্দেক হোসেন সৈকত ও সোহাগ গাজী।
এর আগে নিজেদের প্রথম ম্যাচে সিলেটের বিপক্ষে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় কুমিল্লা। আগে ব্যাট করে কুমিল্লার বোলিং তোপে মাত্র ৯৬ রানেই গুটিয়ে যায় সিলেট সানরাইজার্স। টস হেরে ব্যাট করতে নেমে শুরুটা ভালো করতে পারেননি সিলেটের ওপেনাররা। ৩ রানে এনামুল এবং ২০ রানে আউট হন কলিন ইনগ্রাম। এরপর ম্যাচের শেষ পর্যন্ত বলার মতো ইনিংস খেলতে পারেননি কেউই। পড়তে থাকে একের পর এক উইকেট। ৫ রানে মিঠুন, ১৭ রানে রবি বোপারা এবং ৩ রানে আউট হন অধিনায়ক মোসাদ্দেক হোসেন সৈকত। আউট হওয়ার আগে অলক কাপালি ৬, সোহাগ গাজী ১২, মুক্তার আলি শূন্য, কেসরিক উইলিয়ামস ৯ এবং তাসকিন আহমেদ করেন ৩ রান। আর শূন্যরানে অপরাজিত থাকেন নাজমুল ইসলাম।
কুমিল্লা ভিক্টোরিয়ান্সের পক্ষে সর্বোচ্চ দুটি করে উইকেট নেন মোস্তাফিজুর রহমান, নাহিদুল ইসলাম এবং শহিদুল ইসলাম। এছাড়া একটি করে উইকেট নেন করিম জানাত, মুমিনুল হক ও তানভীর ইসলাম।
কালের আলো/এমএএইচ/কেআর