শুরুর আগেই বিপিএলে করোনার ধাক্কা

প্রকাশিতঃ 5:13 pm | January 18, 2022

স্পোর্টস ডেস্ক, কালের আলো:

শুরুর অপেক্ষায় অষ্টম বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) মাঠের লড়াই। সূচি অনুযায়ী ২১ জানুয়ারী মাঠে গড়ানোর কথা এবারের বিপিএল। তার আগে করোনার হানা। করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বিপিএল খেলতে যাওয়া একাধিক ক্রিকেটার এবং স্টাফ।

মঙ্গলবার (১৮ জানুয়ারি) বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) মেডিকেল বিভাগ। তবে কোনো দলের ক্রিকেটার এবং কোন ক্রিকেটার আক্রান্ত হয়েছেন সেটা জানাতে অস্বীকৃতি জানিয়েছে মেডিকেল বিভাগের ওই কর্মকর্তা।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী বলেন, আমরা বিপিএল অংশ নেওয়াদের করোনা পরীক্ষা শুরু করেছি। অনেকেরই পরীক্ষা হয়েছে। এর মধ্যেই কয়েকজন খেলোয়াড় ও সাপোর্টিং স্টাফ কোভিড-১৯ পজিটিভ হয়েছেন। তবে তাদের কোনো উপসর্গ দেখা যায়নি।

আসর শুরুর আগেই করোনার হানা দেখা দিলেও এ বিষয়ে তেমন চিন্তিত নয় বিসিবির মেডিকেল বিভাগ। বর্তমান করোনা পরিস্থিতির কারণে ছয় দলের পূর্ণাঙ্গ পরীক্ষায় আরও করোনা পজিটিভ পাওয়া যেতে পারে বলে ধরে রাখছেন তারা।

সোমবার হয়ে প্রথম দফায় করোনা পরীক্ষা। আজ সকালে আরও তিন দলের সদস্যদের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। বুধবার বাকিদের করোনা পরীক্ষা করিয়ে জৈব সুরক্ষা বলয়ে প্রবেশ করাবে বিসিবি।

কালের আলো/এসবি/এমএম