রাষ্ট্রপতির সঙ্গে ইসির বৈঠক শেষ

প্রকাশিতঃ 5:30 pm | November 01, 2018

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:

জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতির বিষয়ে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে বৈঠক করেছে নির্বাচন কমিশনের প্রতিনিধি দল।

বৃহস্পতিবার বিকাল চারটার দিকে বঙ্গভবনে বৈঠক শুরু হয়। প্রধান নির্বাচন কমিশনার কে. এম নুরুল হুদার নেতৃত্বে অন্য কমিশনাররা প্রতিনিধি দলে ছিলেন।

জানা গেছে, একাদশ জাতীয় সংসদ নির্বাচন আয়োজনে নির্বাচন কমিশন এখন পর্যন্ত যে প্রস্তুতিগুলো সম্পন্ন করেছে সে বিষয়ে রাষ্ট্রপতিকে অবহিত করা হয়েছে বৈঠকে। এছাড়া বাকি কাজের বিষয়েও বিস্তারিত জানিয়েছে তফসিল ঘোষণার জন্য অনুমতি চেয়েছে ইসি। এ সময় ইসিকে প্রয়োজনীয় দিকনির্দেশনা দিয়েছেন রাষ্ট্রপতি।

এদিকে এক সপ্তাহের মধ্যেই জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে বলে জানিয়েছেন কমিশন সচিব হেলালুদ্দীন আহমদ।

কালের আলো/এনএম