ওমিক্রনে আক্রান্ত ক্রিকেটাররা হাসপাতালে ভর্তি

প্রকাশিতঃ 4:40 pm | December 14, 2021

নিজস্ব সংবাদদাতা, কালের আলোঃ

করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রনে আক্রান্ত দুই নারী ক্রিকেটারকে রাজধানীর মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মঙ্গলবার (১৪ ডিসেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন মুগদা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক (ভারপ্রাপ্ত) ডা. মো. নিয়াতুজ্জামান।

তিনি বলেন, তিন নারী ক্রিকেটারকে মঙ্গলবার (১৪ ডিসেম্বর) মুগদা হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে দুজন ওমিক্রন ভ্যারিয়েন্টে আক্রান্ত। আরেকজন ডেল্টা ভ্যারিয়েন্টে আক্রান্ত।

ডা. মো. নিয়াতুজ্জামান বলেন, তিনজনই ভালো আছেন। তাদের শারীরিক অবস্থা স্বাভাবিক রয়েছে। শুধু অবজারভেশনে (নজরে) রাখার জন্য তাদের হাসপাতালে ভর্তি করে রাখা হয়েছে।

মেয়েদের ওয়ানডে বিশ্বকাপের বাছাই পর্বে জিম্বাবুয়ে খেলতে গিয়েছিল বাংলাদেশ নারী ক্রিকেট দল। কিন্তু আফ্রিকার কয়েকটি দেশে ওমিক্রন ধরা পড়ার পর খেলা স্থগিত হয়ে যায়। বাংলাদেশ দলটি গত ১ ডিসেম্বর দেশে ফেরে। ৬ ডিসেম্বর জানা যায়, দুই ক্রিকেটার করোনায় আক্রান্ত। গত শনিবার স্বাস্থ্যমন্ত্রী জানান, তাঁরা ওমিক্রনে আক্রান্ত।

কালে আলো/টিআরকে/এসআইএল