সবার ভাগ্য উন্নয়নে কাজ করছে সরকার: খাদ্যমন্ত্রী
প্রকাশিতঃ 8:15 pm | December 13, 2021

নিজস্ব সংবাদদাতা, কালের আলোঃ
খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এমপি বলেছেন, শুধু ক্ষুদ্র-নৃগোষ্ঠী নয়, সবার ভাগ্য উন্নয়নের জন্য কাজ করছে সরকার। ধর্ম-বর্ণ, জাতি, গোষ্ঠী নির্বিশেষে সবার সমান অধিকার থাকবে এই দেশে। শেখ হাসিনার সরকার সেটাই নিশ্চিত করে চলেছে।
সোমবার (১৩ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টায় উপজেলার সারাইগাছী স্কুল মাঠে উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের আয়োজনে অনগ্রসর নৃ-গোষ্ঠীর আর্থ-সামাজিক ও জীবন মানোন্নয়নের লক্ষে সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের অধিনে সুফলভোগীদের মাঝে উন্নত জাতের বকনা গরু ও বিভিন্ন উপকরণ বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে তিনি এসব কথা বলেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল হামিদ রেজার সভাপতিত্বে অনুষ্ঠানে খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা কথা দিয়েছিলেন দেশের সকল গ্রামে শতভাগ বিদ্যুৎ দিবেন। বর্তমানে দেশের সকল গ্রামে শতভাগ বিদ্যুৎ দেওয়া হয়ে গেছে। পানির পাম্প দেওয়া হয়েছে। এখন আর পানির জন্য হাঁহাকার করতে হয়না। নিজ দেশের টাকায় পদ্মা সেতু করা হয়েছে। মেট্রো রেল হচ্ছে। আধুনিক যুগে ঘরে বসে ছেলে-মেয়েরা ইন্টারনেটে দেশী বিদেশী টাকা ইনকাম করছে। করোনাকালীন সময়ে দেশের মানুষের মোবাইলে টাকা দেওয়া হয়েছে। শেখ হাসিনা সরকারের বিভিন্ন ধরনের উন্নয়ন জামায়াত-বিএনপিসহ সকল দলের লোকজন ভোগ করছে। দেশের মানুষের উন্নয়ন হয়েছে। শেখ হাসিনা বেঁচে থাকলে এ দেশ এবং দেশের মানুষের আরও উন্নয়ন হবে।
সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন নওগাঁ জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মহির উদ্দিন, উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ শাহ্ মঞ্জুর মোরশেদ চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ারুল ইসলাম, সাধারন সম্পাদক মোফাজ্জল হোসেন মোল্লাহ, স্বাগত বক্তব্য রাখেন উপজেলা ভারপ্রাপ্ত প্রাণিসম্পদ কর্মকর্ত ডা. শরিফুল ইসলাম।
অনুষ্ঠান শেষে খাদ্যমন্ত্রী ৫০টি আদিবাসী পরিবারকে ৫০টি গরু, ১০জন আদিবাসী নারী শিক্ষার্থীদের মাঝে ১০টি বাইসাইকেলসহ বিভিন্ন উপকরণ বিতরন করেন।
কালের আলো/টিআরকে/এসআইএল