১১ দিন পর টঙ্গী ব্রিজে যান চলাচল শুরু

প্রকাশিতঃ 2:53 pm | November 21, 2021

নিজস্ব সংবাদদাতা, কালের আলোঃ

তুরাগ নদীর ওপর টঙ্গী ব্রিজের ভেঙে যাওয়া ঝুঁকিপূর্ণ অংশের সংস্কারকাজ শেষ হয়েছে। রোববার (২১ নভেম্বর) দুপুরের মধ্যে যানবাহন চলাচলের জন্য খুলে দেওয়া হয়েছে ব্রিজটি।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার (ট্রাফিক) আব্দুল্লাহ আল মামুন জানান, টঙ্গী ব্রিজের মেরামত কাজ শেষ হওয়ায় ঢাকা মেট্রোপলিটন পুলিশ ও গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সমন্বয়ে খুলে দেয়া হয়েছে। এ পথের যাত্রীদের দূর্ভোগ এবার কমে আসবে।

এর আগে গত কয়েকদিন ধরেই আব্দুল্লাহপুরসহ গাজীপুর অংশে তীব্র যানজটে লেগে ছিল। এতে দুর্ভোগ পোহাতে হচ্ছিলো যানবাহনের চালক যাত্রীদের। শনিবার রাতে ভেঙে পড়া অংশ মেরামত কাজ শেষ হলে ১১ দিন পর আবারো রবিবার শুরু হয় যান চলাচল।

গত ৯ নভেম্বর রাত তিনটার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টঙ্গীর তুরাগ নদীর ওপর টঙ্গী সেতুর পুরনো স্ল্যাব ড্যামেজ থাকায় হঠাৎ স্ল্যাবের কিছু অংশ ভেঙে পড়ে। এতে ওই পথে সকল প্রকার যানবাহন চলাচল ধীরগতি এবং দীর্ঘ যানজটের সৃষ্টি হয়ে জনদুর্ভোগ চরম আকার ধারণ করে।

পরে বিআরটি কর্তৃপক্ষ ভাঙা অংশ মেরামত করে দিলে বুধবার সকাল ১০টার দিকে সেতুর দুই লেনে যানবাহন চলাচল শুরু করে। পরে ঝুঁকি বিবেচনায় ওইদিন রাত ১২টা থেকে সেতু দিয়ে যান চলাচল পুরোদমে বন্ধ করে দিয়ে ১২ দিন সময় নেয় কর্তৃপক্ষ।

কালের আলো/টিআরকে/এসআইএল