উইটসা অ্যাওয়ার্ড পাওয়ায় প্রধানমন্ত্রীকে বশেফমুবিপ্রবি ভিসির অভিনন্দন

প্রকাশিতঃ 8:45 pm | November 15, 2021

বশেফমুবিপ্রবি সংবাদদাতা, কালের আলোঃ

‘উইটসা এমিনেন্ট পার্সনস অ্যাওয়ার্ড-২০২১’ পুরস্কারে ভূষিত হওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন জামালপুরে প্রতিষ্ঠিত বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেফমুবিপ্রবি) উপাচার্য প্রফেসর ড. সৈয়দ সামসুদ্দিন আহমেদ।

রোববার (১৪ নভেম্বর) এক অভিনন্দন বার্তায় তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডিজিটাল বাংলাদেশ-এর বাস্তবায়ন করে চলেছেন। এর সুবিধা ভোগ করছে দেশের মানুষ। ডিজিটাল বাংলাদেশ কর্মসূচি প্রণয়ন ও তা বাস্তবায়নে বলিষ্ঠ নেতৃত্বদান এবং তথ্য প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে বাংলাদেশের মানুষের জীবনমান উন্নয়নে অবদানের স্বীকৃতিস্বরূপ তাঁকে তথ্যপ্রযুক্তির অলিম্পিক খ্যাত ‘উইটসা ২০২১’ পুরস্কার প্রদান করায় আমরা আনন্দিত ও গর্বিত।

‘বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার যোগ্য নেতৃত্বের কারণে দেশের আর্থ–-সামাজিক উন্নয়নে তরান্বিত হয়েছে । সর্বক্ষেত্রে তিনি বাংলাদেশের জন্য গৌরব বয়ে এনেছেন। আমি সার্বিক মঙ্গল ও সাফল্য কামনা করি। তাঁর দূরদর্শী নেতৃত্বে এগিয়ে যাক বাংলাদেশ,’ যোগ করেন ড. সৈয়দ সামসুদ্দিন আহমেদ।

এর আগে ঢাকায় অনুষ্ঠিত তথ্য ও যোগাযোগ প্রযুক্তি খাতের বিশ্ব সম্মেলন ওয়ার্ল্ড কংগ্রেস অন ইনফরমেশন টেকনোলজি-২০২১ (ডব্লিউসিআইটি ২০২১)-এর তৃতীয় দিনে রবিবার (১৪ নভেম্বর) ওয়ার্ল্ড ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সার্ভিসেস অ্যালায়েন্স-উইটসা কর্তৃক শেখ হাসিনাকে এ পুরস্কারে ভূষিত করা হয়।

কালের আলো/টিআরকে/এসআইএল